ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট
186

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪ | ০৬:০৩:৪৯ পিএম
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ



বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয় ফুটবলে বরাবরই দাপট দেখাচ্ছে। সেই ধারাবাহিকতায় এইবারের সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে নিল বাংলাদেশ।দুর্দান্ত কামব্যাকে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ এর শিরোপা জিতল বাংলাদেশ।

 

আজ রোববার (১০ মার্চ) নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা - গোলে ড্র হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে।নির্ধারিত সময়ের খেলায় আগে এক গোল হজম করে পরে সমতায় ফেরে বাংলাদেশ। টাইব্রেকারেও প্রথম শট মিস করেন বাংলাদেশের ফরওয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। গোলকিপার ইয়ারজান বেগমের দুর্দান্ত পারফর্মেন্সে তিনটি সট সেভ করে সাফ শিরোপা জয় করে বাংলাদেশ।
 


অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। ভারতও জিতেছে দুটি। এছাড়া অতিথি দল রাশিয়া নেপাল শিরোপা জিতেছে একবার। 

 

গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া। এবার অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরির সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এতে শিরোপার স্বাদ পেল বাংলাদেশের কিশোরীরা। 


আরও পড়ুন: