ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
৩১ অক্টোবর ২০২৪

ভ্লাদিমির পুতিনের সমর্থনে রাশিয়ার অধিকাংশ মানুষ


ডেস্ক রিপোর্ট
196

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪ | ১১:০৩:৫৪ এএম
ভ্লাদিমির পুতিনের সমর্থনে রাশিয়ার অধিকাংশ মানুষ ফাইল-ফটো



দুই দশকের বেশি সময় ধরে পুতিন রাশিয়ার অধিকাংশ মানুষের মনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। রাশিয়ার ৮০%-এরও বেশি নাগরিক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। দেশটির বেসরকারি সংস্থা জনমত ফাউন্ডেশন (এফওএম) পরিচালিত এক জনমত জরিপে এমন তথ্য উঠে আসে।

এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস। জরিপে অংশ নেওয়া ৮০% উত্তরদাতা বলেছেন, তারা পুতিনের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। পুতিনের প্রতি রাশিয়ার প্রায় ৮৫% মানুষের আস্থা রয়েছে। এছাড়া জরিপে অংশ নেওয়া ৫৫% রাশিয়ান সরকারের কাজের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। এদিকে ৫৩% উত্তরদাতা পুতিনের দলকে ভোট দেবেন বলেও জানান।

২০২৪ সালের থেকে মার্চ পর্যন্ত রাশিয়ার প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে জরিপ চালানো হয়।রাশিয়ায় মাসের ১৫ থেকে ১৭ তারিখে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি ৫৪% জনসমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে। ২০২৪ সালের থেকে মার্চ পর্যন্ত রাশিয়ার প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে জরিপ চালানো হয়।

 

রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছু মানুষের ভিন্নমত থাকলেও ভোটে পুতিনের জয় একপ্রকার সুনিশ্চিত। এতে তিনি আরও বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।


আরও পড়ুন: