জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলো ভারত
ডেস্ক রিপোর্ট
381
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ | ০৩:০৮:৪০ পিএম

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলো ভারত ইউক্রেনে হামলা নিয়ে প্রথম বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সমর্থন করল ভারত। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ এবং মানবাধিকার পরিষদে মস্কোর বিরুদ্ধে আনা একাধিক প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত। ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ বন্ধ এবং সেনা প্রত্যাহারের প্রস্তাব এনে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে বুধবার রাতের অধিবেশনে আলোচনা হয়। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে ভারত দুই দেশের প্রতিনিধির কাছে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আবেদন করেন। গত ছ’মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ এবং মানবাধিকার পরিষদে ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দুনিয়ার আনা একাধিক প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছে নরেন্দ্র মোদী সরকার। তবে কয়েক মাস আগে আন্তর্জাতিক আদালতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করে গৃহীত প্রস্তাব ভারত সমর্থন করেছিল। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পরে নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রথম মার্কিন যক্তরাষ্ট্র এবং তার সহযোগী রাষ্ট্রগুলো রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব এনেছিল। সে সময় ভোটাভুটিতে অংশ না নেওয়ার কথা জানিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছিলেন, ‘‘ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত গভীর ভাবে উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ এবং হিংসা বন্ধের আবেদন জানাচ্ছি আমরা। কিন্তু সার্বভৌমত্ব এবং আঞ্চলিক সংহতিকে সম্মান করাই ভারতের নীতি।’’
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪