ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
১৭ মার্চ ২০২৪

নতুন পোশাকে ঈদের আমেজ


ডেস্ক রিপোর্ট
54

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪ | ১০:০৩:৫৯ এএম
নতুন পোশাকে ঈদের আমেজ ফাইল-ফটো



উৎসবের আমেজ নেমে এসেছে রাজধানীর সব বিপণিবিতানে। উপলক্ষ মুসলিমদের প্রধান আনন্দোৎসব ঈদুল ফিতর। আর এর পরেই হচ্ছে বাঙালির চিরন্তন উৎসব বাংলা নববর্ষ-পহেলা বৈশাখ। দুটো উৎসবকে ঘিরেই যেন প্রাণ পেয়েছে বিপণিবিতানগুলোতে।

বরাবরের মতো পুরোনোকে পেছনে ফেলে এবারও পোশাকে এসেছে নতুন ধারা। ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি আরামের দিকটাও লক্ষ রাখা হচ্ছে এখন। পোশাকের এই নতুন ধারা আনতে ভূমিকা রেখেছে করোনা ও গরম। আঁটসাঁটের বদলে ঢিলেঢালা কাট প্রাধান্য পাচ্ছে। জমকালো পোশাকের বদলে আরাম ও স্বস্তি পাওয়া যাবে এমন পোশাকই খুঁজছেন ক্রেতারা।

ঈদের পোশাকের প্রতি ভালোবাসাটা একটু অন্যরকম। ঈদ পুরোনো হয়ে যাবে বলে ছোটবেলায় আমরা ঈদের পোশাক লুকিয়ে রাখতাম। নতুন প্রজন্মের কাছেও ব্যাপারটা সে রকমই। নতুন কেনা পোশাকের প্রতি তাদের একটা মোহ থাকে। ঈদের দিন আসার আগেই চুপি চুপি পোশাকটি এক নজর দেখে নেই। হারিয়ে যাই আবেগে, ভালোবাসায়।

বরাবরের মতো পুরোনোকে পেছনে ফেলে এবারও পোশাকে এসেছে নতুন ধারা। ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি আরামের দিকটাও লক্ষ রাখা হচ্ছে এখন। পোশাকের এই নতুন ধারা আনতে ভূমিকা রেখেছে করোনা ও গরম। আঁটসাঁটের বদলে ঢিলেঢালা কাট প্রাধান্য পাচ্ছে। জমকালো পোশাকের বদলে আরাম ও স্বস্তি পাওয়া যাবে এমন পোশাকই খুঁজছেন ক্রেতারা।

বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড এরই মধ্যে তাদের শোরুম সাজিয়েছে নতুন নকশার পোশাক দিয়ে। সে ধারাবাহিকতায় লা রিভ এবার হাজির হয়েছে ‘রিবার্থ’ শিরোনামের কালেকশন নিয়ে। তাদের এ কালেকশন ‘ইউনিকলি ক্লাসিক ও স্টেটমেন্ট ক্যাজুয়াল’ স্টাইলের সমন্বয়ে করা হয়েছে। সেজন্য ব্র্যান্ডটি এর নামকরণ করেছে ‘রিবার্থ’। লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, মোটিফ, প্যাটার্ন, সিলয়েট থেকে শুরু করে প্রিন্ট স্টোরি, লা রিভের ঈদ পোশাক ডিজাইন করার প্রতিটি ধাপে আমরা ব্যতিক্রমী, একদম নতুন কিছু করার চেষ্টা করেছি। এবারই প্রথম ঈদের ক্লাসিক স্টাইল যেমন সালোয়ার কামিজ, কামিজ, লং টিউনিক, পাঞ্জাবি ও শাড়ির পাশাপাশি পার্টি ক্যাজুয়ালেও বিশেষ গুরুত্ব দিয়েছি আমরা। ঈদের ক্যাজুয়াল আড্ডা, ঘরে ও বাইরে পরার পার্টি পোশাক, এমনকি ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পোশাকও বাদ পড়েনি এ কালেকশনে। আসলে কোভিডে মুষড়ে পড়া পৃথিবীতে প্রাণ ফিরিয়ে আনার পেছনে যে প্রাকৃতিক শক্তিগুলো কাজ করেছে, তাদের ৫টি প্রিন্ট স্টোরিতে ভাগ করেছি আমরা। এ ৫টি স্টোরি হলো-বোটানিক এনার্জি, ইন্ডিজিনাস উইজডোম, নেচারস ইমপ্রিন্ট, অর্গানিক লিনিয়েশন ও টিরেইনস। এ প্রিন্ট স্টোরিগুলোকেই নানারকম মোটিফের সাহায্যে এবারের কালেকশনে ফুটিয়ে তোলা হয়েছে এবারের লা রিভের ঈদ কালেকশনে। এ কালেকশনে আছে উইমেনজ, মেনজ ও কিডস।


আরও পড়ুন: