শেষমূহূর্তে স্পেনকে রুখে দিল ব্রাজিল
ডেস্ক রিপোর্ট
182
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪ | ১০:০৩:৩৫ এএম
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে অবিশ্বাস্য এক ম্যাচই উপহার দিয়েছে ব্রাজিল-স্পেন। এ ম্যাচের যে নাটকীয়তা তা হয়তো ফুটবল প্রেমিদের মনের মধ্যে গেঁথে থাকবে অনেকদিন। যদিও এ ম্যাচে শেষ পর্যন্ত ব্রাজিল-স্পেনের কেউই জেতেনি। ৩-৩ গোলে হয়েছে ড্র।
বার্নাব্যুতে মঙ্গলবার শুরুতে একচ্ছত্র দাপট দেখায় স্পেন। একপর্যায়ে স্পেনের আক্রমণের ঝড় সামলাতে না পেরে বক্সের ভেতর লামিনে ইয়ামালকে ফাউল করে বসেন জোয়াও গোমেজ। ১২ মিনিটে স্পট কিক থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রদ্রি।
পিছিয়ে পড়েও সেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারছিল না ব্রাজিল। ম্যাচের ১৭ মিনিটে ভিনিসিয়ুস-রদ্রিগোর সমন্বয়ে প্রথম বলার মতো আক্রমণে যায় ব্রাজিল। যদিও সেই আক্রমণ থেকে গোল পায়নি লাতিন দেশটি।
ম্যাচের শুরু থেকেই স্পেনের আধিপত্যের ছড়ি ছিল ১৬ বছর বয়সী ইয়ামালের হাতে। তিনি একাই ব্রাজিলের রক্ষণকে নাচিয়ে ছেড়েছেন। এদিকে ম্যাচের ৩৬ মিনিটে স্পেনকে দুর্দান্ত এক গোলে ২-০ লিড এনে দেন দানি অলমো। এই গোলের সহায়তাকারী কিন্তু সেই ইয়ামালই ছিলেন।
দুই গোলে পিছিয়ে পড়েও খুব একটা সুবিধা করতে পারছিল না ব্রাজিল। বল পায়েই রাখতেই হিমশিম খাচ্ছিল তারা। তবে হাবুডুবু খেতে থাকা ব্রাজিলকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয় স্পেনই। আরও বিশেষভাবে বললে গোলরক্ষক উনাই সিমোনের হাস্যকর একটি ভুল। বক্সের সামনে রদ্রিগোর পায়ে বলটা যে তুলে দিয়েছিলেন সিমনই। এমন সুযোগ হাতছাড়া করেননি রিয়াল মাদ্রিদ তারকা। ব্যবধান ২-১ করে ব্রাজিল। এই ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর রাফিনিয়াকে তুলে বিস্ময়-বালক এনদ্রিককে মাঠে নামান দরিভাল। সেই বার্নাব্যুকে মাতিয়ে তুলতে এনদ্রিকের সময় লাগল মাত্র ৪ মিনিট। ৫০ মিনিটে বক্সের ভেতর দৃষ্টিনন্দন এক ভলিতে গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান ১৭ বছর বয়সী এই ফুটবলার।
ব্রাজিল সমতায় ফিরলেও স্পেন কিছুটা আধিপত্য বিস্তার করে খেলে, ব্রাজিলও চেষ্টা করছিল লিড নেওয়ার। তবে ব্রাজিল সমর্থকদের হতাশা বাড়ে ৮৫ মিনিটে স্পেন দ্বিতীয় পেনাল্টি পেলে। ইয়ামালের থ্রু বল ঠেকাতে গিয়ে কারভাহালকে ফাউল করে স্পেনকে পেনাল্টি উপহার দেন বেরালদো। এবারও ভুল করেননি স্পেন অধিনায়ক রদ্রি। গোল করে স্পেনকে ৩-২ ব্যবধানের লিড এনে দেন। এরপর ম্যাচ যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই দেখা মেলে আরেক চমকের। এবার গালেনোকে ফাউল করে ব্রাজিলকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন কারভাহালই। স্পট কিকে পাকেতা গোল করলে উল্লাসে মাতে ব্রাজিল।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪