ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

জমে উঠছে এবারের ঈদ বাজার


ডেস্ক রিপোর্ট
183

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪ | ১০:০৪:০৫ এএম
জমে উঠছে এবারের ঈদ বাজার ফাইল-ফটো



আর কয়েক দিন পরেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে রাজধানীর বেশকিছু দোকান মালিকেরা ঈদের নতুন পোশাক তুলেছেন। এরই মধ্যে মার্কেট ও বিপণীগুলোতে আসতে শুরু করেছে ক্রেতা। 

মিরপুর শপিং প্লাজার একটি দোকানের ব্যবস্থাপক আরিফুর রহমান। তিনি বলেন, ‘বিভিন্ন বয়সী নারী ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সব ধরনের কালেকশন রেখেছি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার সমাগম বাড়ছে। তারা পছন্দের কাপড় স্বাচ্ছন্দ্যে কিনে বাড়ি ফিরছেন।’


বিক্রেতারা জানান, ঈদ আনন্দে মেতে উঠেছে নানা বয়সী মানুষ। গত এক সপ্তাহ সব বিপণিবিতানে ক্রেতাদের সমাগম বেড়েছে। আর কয়েকদিন পর ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা।

মিরপুর-১০নং রোড এলাকায় মল্লিকা শপিং সেন্টারে মেয়েদের জামা বিক্রি করেন জাবেদ হাসান,তিনি ক্যাপিটাল নিউজ২৪ কে  বলেন, ‘ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ছে। অনেকে জামা দেখে আবার চলে যাচ্ছেন। তবে, ক্রেতাদের উপস্থিতি দেখা বোঝা যাচ্ছে এবার প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পারব।’

আরাফাত সানি নামে এক ক্রেতা বলেন, ‘প্রতিবছর ঈদে কেনাটার ভিড়ে ছিনতাইকারী ও পকেটমারের তৎপরতা দেখা যায়। প্রশাসনের কঠোর নজরদারি থাকলে সবাই পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবে।’ 

শাহ্‌ আলী মডেল থানার কর্মকর্তা ক্যাপিটাল নিউজ২৪ কে  বলেন, ঈদ উপলক্ষে শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। চোর ও ছিনতাই থেকে সতর্ক থাকতে প্রতিদিন লিফলেট বিতরণ করা হচ্ছে। তবুও সবাইকে সচেতন থাকতে হবে। ঈদে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।’

তবে গরমের জন্য বেশিরভাগ ক্রেতাই পছন্দ করছেন সুতি কাপড়। আর শাড়ির বাজারে দেশি শাড়িই বিক্রি হচ্ছে বেশি।বিক্রেতারা বলছেন দাম নাগালের মধ্যে আছে। ক্রেতাদের অভিযোগ গত বছর থেকে এবার কাপড়ের দাম তুলনামূলক বেশি।
এদিকে বিক্রেতারা যাতে ক্রেতাদের ঠকিয়ে বাড়তি দাম না নিতে পারে সে জন্য বাজার মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

বসুন্ধরা মার্কেট, চায়না বাংলা শপিং কমপ্লেক্স, আল-বারাকা শপিংমল, থানা মসজিদ মার্কেট, আমিনিয়া সুপার মার্কেটসহ বিভিন্ন অভিজাত মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকল থেকে গভীর রাত পর্যন্ত এ ভিড় দেখা যায়।

ঈদে নতুন পোশাক কিনতে আসা ক্রেতা আফসানা বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম একটু বেশি। বিভিন্ন দোকান ঘুরে দামাদামি করে পোশাক কিনতে হচ্ছে।’

মিরপুর কো-অপারেটিভ মার্কেটের মাহিন ফ্যাশন হাউজে সাজানো হয়েছে বাহারি পোশাক, রয়েছে লেহেঙ্গা, স্কার্ট ও গাউন। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাউন। কোয়ালিটিভেদে গাউন বিক্রি করা হচ্ছে দেড় হাজার থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে।

দাম বৃদ্ধির অভিযোগের বিষয়ে মাহিন ফ্যাশন হাউজের মালিক ইস্তিয়াক আহমেদ বলেন, ‘আমাদের বেশি দামে কিনতে হয়েছে, এজন্য দাম একটু বেশি, তবে সেই তুলনায় দাম ঠিকই আছে। যারা বছরে একবার আসেন, যাদের কাপড় সম্পর্কে কোন জ্ঞান নেই, তারা মূলত এ ধরণের অভিযোগ করেন।


আরও পড়ুন:

বিষয়: