ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

চারশ পেরিয়ে শ্রীলঙ্কা, ব্যাকফুটে বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট
240

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪ | ১২:০৪:৪৪ পিএম
চারশ পেরিয়ে শ্রীলঙ্কা, ব্যাকফুটে বাংলাদেশ ফাইল-ফটো



চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে সিলেট টেস্টে শ্রীলংকার বিপক্ষে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটের মতো চট্টগ্রাম টেস্টেও হারের মুখে টাইগাররা। চট্টগ্রামে বল হাতে সুবিধা করতে পারেননি টাইগার বোলাররা। সময়ের সঙ্গে টাইগারদের সিরিজ সমতার প্রত্যাশা ফিকে হয়ে যাচ্ছে। 

প্রথম দিনের মতো শ্রীলঙ্কান ব্যাটাররা আজও দুর্দান্ত খেলছেন। দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শেষে লাঞ্চ বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৪১১ রান। কোনো সেঞ্চুরি ছাড়া টেস্টে এক ইনিংসে এতদিন সবচেয়ে বড় সংগ্রহ ছিল ভারতের ৫২৪/৯ ডিক্লেয়ার। ১৯৭৬-৭৭ মৌসুমে কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল ভারত।

লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ৭০ রানে ফিরে যান সাজঘরে।
কামিন্দু মেন্ডিস ২১ রানে ও পারাবাথ জয়াসুরিয়া ১৩ রানে অপরাজিত আছেন। 

প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ৩১৪ রান করেছিল শ্রীলঙ্কা। চান্দিমল ৩৪ ও ডি সিলভা ১৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন চান্দিমল। এরপর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি সাবেক অধিনায়ক।

সাকিব আল হাসানের করা ইনিংসের ১০৬তম ওভারে লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন চান্দিমল। প্যাভিলিয়নে যাবার আগে পাঁচ চার এবং দুই ছয়ের সাহায্যে ৫৯ রান করেন তিনি। প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি বলতে এই এক উইকেট।

এর আগে টস জেতা শ্রীলঙ্কার শুরুটাই হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করেন মাদুস্কা ও করুনারত্নে। ৫৭ রান করে ফিরে যান মাদুস্কা। অতিথিদের এমন শুরুর পেছনে অবদান আছে বাংলাদেশের। প্রথম সেশনে মাদুস্কার পর করুনারত্নের ক্যাচ ছাড়ে স্বাগতিক ফিল্ডাররা। সুযোগ পেয়ে মাদুস্কার মতো করুনারত্নেও ফিফটি তুলে নেন। ৮৬ রান করেন তিনি। 

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংসটা খেলেন মেন্ডিস। সাকিবের প্রথম শিকার হয়ে সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। এছাড়া ২৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস।


আরও পড়ুন: