ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

কোপা আমেরিকায় পানামাকে হারিয়ে উরুগুয়ের শুভসূচনা


ডেস্ক রিপোর্ট
123

প্রকাশিত: ২৪ জুন ২০২৪ | ১১:০৬:২৪ এএম
কোপা আমেরিকায় পানামাকে হারিয়ে উরুগুয়ের শুভসূচনা ফাইল-ফটো



কোপা আমেরিকায় জয়ে শিরোপা উদ্ধারের মিশন শুরু করেছে সর্বাধিকবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ফ্লোরিডায় বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে পানামাকে হারিয়েছে। একই দিন একই গ্রুপের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে।

কোপায় সর্বাধিকবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে এখন আর এককভাবে নয়, গত আসরে শিরোপা জয়ের মাঝ দিয়ে আর্জেন্টিনা তাদের পাশে বসেছে। উভয় দলের শিরোপা সংখ্যা ১৫। সংখ্যাটা বাড়ানোর মিশন ভালোভাবে শুরু করেছে উরুগুয়ে। 

বড় ব্যবধানে জয় পেলেও সেখানে ছিল যথেষ্ঠ নাটকীয়তা। ২৮ মিনিটে প্রথম গোল পাওয়া উরুগুয়ে শেষ দুটো গোল পেয়েছে ম্যাচের শেষ ১০ মিনিটে। এদিকে পানামাও একই সময়ে গোল পায়। ফলে দর্শকেরা শেষ ১০ মিনিট গোল উৎসবে মেতেছিল।উরুগুয়ের হয়ে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ডারউইন নুনেজ ও মাতিয়াস ভিনা গোল করেন। পানামার হয়ে ব্যবধান কমান মাইকেল মুরিলো।

অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান পুলসিক ও ফোলারিন বালোগিন। জয়ের ফেলে উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র 'সি' গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। গোল পার্থক্যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে, উরুগুয়ে শীর্ষে।


আরও পড়ুন: