যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।
ডেস্ক রিপোর্ট
123
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪ | ১০:০৭:০৩ এএম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। সাধারণ নির্বাচনে তার দল নিরঙ্কুশ জয় পাওয়ার পর আজ স্থানীয় সময় শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ২০১০ সালের পর এই প্রথম লেবার পার্টি থেকে কেউ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন স্টারমার। ভাষণে তিনি বলেন, জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে। তবে এই পরিবর্তনের জন্য সময় লাগতে পারে। কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হবে। তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে।
নতুন নতুন বিদ্যালয় ও ঘর নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমার মতো খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’
৬১ বছর বয়সী কিয়ার স্টারমার রেইগেট গ্রামার স্কুল, ইউনিভার্সিটি অব লিডস ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে পড়ালেখা করেছেন।
তার স্ত্রী ভিক্টোরিয়া আলেকজান্ডার এনএইচএসের একজন ওকুপেশনাল থেরাপিস্ট। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৫ সাল থেকে স্টারমারের সংসদীয় আসন হলবর্ন ও সেন্ট পানক্রাস।
লেবার পার্টির নেতা স্টারমার নিজেকে শ্রমিক শ্রেণির একজন বলে পরিচয় দেন। তার বাবা ছিলেন টুলমেকার, মা নার্স।
২০১৫ সালে উত্তর লন্ডনের হোলবর্ন ও সেন্ট পানক্রাস থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে দলের ভরাডুবির পর স্যার কিয়ার স্টারমার ২০২০ সালের এপ্রিলে দলের নেতা হন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ক্ষমতায় ফিরলে 'হাইতির' অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প
১৫ সেপ্টেম্বর ২০২৪
নরেন্দ্র মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ
১২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম রাষ্ট্রীয় সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৪
অশান্ত মণিপুরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি,বন্ধ ইন্টারনেট পরিসেবা
১১ সেপ্টেম্বর ২০২৪
এবার ভারতে শনাক্ত হলো মাঙ্কিপক্স
১০ সেপ্টেম্বর ২০২৪
মণিপুরে সংঘর্ষে নিহত ৬, আকাশে উড়ছে ড্রোন, আরও হামলার শঙ্কা
০৮ সেপ্টেম্বর ২০২৪