কোপার ফাইনালে আর্জেন্টিনা,কানাডার স্বপ্নভঙ্গ
ডেস্ক রিপোর্ট
135
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪ | ১০:০৭:০৭ এএম
গত আট কোপা আমেরিকার মধ্যে এটি আর্জেন্টিনার ষষ্ঠ ফাইনাল। সেমি-ফাইনালে পুরো ৯০ মিনিটই খেলেছেন লিওনেল মেসি। পেয়েছেন এবারের আসরে নিজের প্রথম গোলের দেখাও৷ উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা৷
ঠিক যেন গ্রুপ পর্বের ম্যাচের মতোই, মুখোমুখি আর্জেন্টিনা-কানাডা। ম্যাচের ফলাফলও সেই একই। আর্জেন্টিনার জয় ২-০ গোলের ব্যবধানে। পার্থক্য, এটি ছিল সেমি-ফাইনাল। যা জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে আলবিসেলেস্তেরা।
গত আট কোপা আমেরিকার মধ্যে এটি আর্জেন্টিনার ষষ্ঠ ফাইনাল। সেমি-ফাইনালে পুরো ৯০ মিনিটই খেলেছেন লিওনেল মেসি। পেয়েছেন এবারের আসরে নিজের প্রথম গোলের দেখাও৷ উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা৷
চোট শঙ্কায় লিওনেল মেসি ঠিক কতক্ষণ খেলবেন, সেটি নিয়ে সংশয় ছিল। স্কালোনি আগেই জানিয়েছিলেন, মেসি শতভাগ ফিট না হলেও তাকে খেলাবেনই। মেসি খেললেন, পুরো ৯০ মিনিটই। নিজের স্বভাবসুলভ বল পায়ে কারিকুরি করার চেষ্টা যদিও খুব একটা করেননি এলএম টেন। সতীর্থরা যে তিনি মাঠে থাকলেই খুশি! সেখানে আজ করেছেন দলের দ্বিতীয় গোলটাও। যেটি এসেছে ৫১ মিনিটে এঞ্জো ফার্নান্দেজের সহায়তায়।
আর্জেন্টিনা ম্যাচে প্রথম গোলটি পেয়েছে ২৩ মিনিটে। হুলিয়ান আলভারেজ এগিয়ে দেন আলবিসেলেস্তেদের। রদ্রিগো দি পলের পাস ধরে কানাডার এক ডিফেন্ডারকে মাটিতে শুইয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই ম্যানচেস্টার সিটি তারকা। গোল দুটি করা সহ পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছে স্কালোনির দলই।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে হতাশ ছিলেন আর্জেন্টিনার ভক্তরা। টাইব্রেকারে দলকে বাঁচিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। তবে আজ মাঠের খেলায় ছিল আর্জেন্টিনার শক্তিমত্তার ছাপ। বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হেরে এখানেই শেষ হলো প্রথমবার অংশ নিয়েই কোপার সেমিতে খেলা কানাডার।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪