ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

রপ্তানির জন্য উৎপাদিত আদানির বিদ্যুৎ বিক্রি হবে ভারতেও


ডেস্ক রিপোর্ট
81

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪ | ১০:০৮:২১ এএম
রপ্তানির জন্য উৎপাদিত আদানির বিদ্যুৎ বিক্রি হবে ভারতেও ফাইল-ফটো



বাংলাদেশে শতভাগ রপ্তানির উদ্দেশ্যে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে গড্ডা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি গ্রুপ। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের আকে সপ্তাহ পর কয়লাভিত্তিক ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার সেই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে দেশটির সরকার। খবর রয়টার্স।

ভারতের এই বিধি সংশোধনের ফলে শুধু রপ্তানির জন্য চুক্তি থাকা যেসব প্রকল্প রয়েছে, ভবিষ্যতে সেগুলোও সুবিধা পেতে পারে।এছাড়া অর্থ পরিশোধে বিলম্বের ক্ষেত্রেও দেশীয় (ভারতীয়) সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিক্রির সুযোগ রাখা হয়েছে সংশোধনীতে।

খবর অনুযায়ী, গত সোমবারের এ–সংক্রান্ত একটি নথিতে দেখা যায়, ‘শুধু একটি প্রতিবেশী দেশে’ বিদ্যুৎ সরবরাহের ২০১৮ সালের ওই নির্দেশিকায় সংশোধনী আনা হয়েছে। ফলে বাংলাদেশে রাজনৈতিক ঝুঁকি তৈরি হলে আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে কোম্পানিটি।নথিতে আরও বলা হয়, ধারাবাহিকভাবে পূর্ণ বা আংশিক উৎপাদন সক্ষমতার ব্যবহার না হওয়ার মতো পরিস্থিতি দেখা দিলে ভারত সরকার বিদ্যুৎ বিক্রির সুবিধার্থে এ ধরনের বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন ভারতীয় গ্রিডে যুক্ত করার অনুমোদন দিতে পারবে।

বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে যাওয়ার কিছুদিন পরই ২০২৩ সালের জুলাইয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আদানির চেয়ারম্যান গৌতম আদানি। তখন এই বিদ্যুৎকেন্দ্রকে ‘ভারত-বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করা হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া বিক্ষোভের মুখে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর এই পদক্ষেপ নিয়েছে ভারত। এই সংশোধন আনার ফলে শুধু রপ্তানির জন্য চুক্তি থাকা যেসব প্রকল্প রয়েছে, ভবিষ্যতে সেগুলোও সুবিধা পেতে পারে।


আরও পড়ুন: