তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনার কথা অস্বীকার রাশিয়ার
ডেস্ক রিপোর্ট
78
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪ | ১০:০৮:০৯ এএম
বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বন্ধের উদ্দেশে রাশিয়া ও ইউক্রেন মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনায় বসতে চেয়েছিল, এমন খবর অস্বীকার করেছে মস্কো। গতকাল রোববার রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা এ বিষয়ে কথা বলেছেন।
গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গোপন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছিল, কাতারের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ‘যুদ্ধবিরতি’ নিয়ে আলোচনা করতে চলতি মাসেই দোহায় বসতে চেয়েছিল। আলোচনায় দুই দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা বন্ধে চুক্তির পাশাপাশি কীভাবে ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে যাওয়া যায়, তা স্থান পেত। কিন্তু রাশিয়ার ভূখণ্ড কুরস্ক অঞ্চলে গত সপ্তাহ থেকে ইউক্রেন বাহিনী অব্যাহতভাবে হামলা শুরু করায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে রাশিয়া।
এই প্রতিবেদন প্রকাশের পর গতকাল রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘কেউ কোনো কিছু ফাঁস করেনি। ফাঁস করার মতো কিছু নেই। গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা বন্ধের ব্যাপারে মস্কো ও কিয়েভের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না।’
এদিকে কাতারে যুদ্ধবিরতির আলোচনা প্রসঙ্গে মুখ খুলতে রাজি হয়নি ইউক্রেন। তবে ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, মধ্যপ্রাচ্য পরিস্থিরির কারণে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আলোচনা স্থগিত করেছে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর। আগামী ২২ আগস্ট আলোচনাটি ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১২ আগস্ট সাংবাদিকেরা পুতিনকে জিজ্ঞেস করেছিলেন, রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলার পর কিয়েভের সঙ্গে আলোচনার সুযোগ আছে কি না? তখন পুতিন কুরস্কে বেসমারিক অবকাঠামোয় ইউক্রেনের হামলার বিষয় উল্লেখ করে বলেছিলেন, ‘যারা এসব কাজ করতে পারে, তাদের সঙ্গে আলোচনার কিছু নেই।’
গতকাল রোববার মারিয়া জাখারোভাও পুতিনের কথাই পুনর্ব্যক্ত করেন।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনও। তবে নানা তৎপরতার মধ্যেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। শুরু থেকেই ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪