৮ নদ-নদীর পানি বিপদসীমার ওপরে,বন্যায় ডুবছে দেশের ৫ জেলা
ডেস্ক রিপোর্ট
80
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪ | ১০:০৮:৪৩ এএম
দেশের প্রধান প্রধান নদ-নদীগুলোর পানি ক্রমশ বাড়ছে।আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দেশের আটটি নদীর পানি ১৯টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। দেশের উত্তর, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের ১১ জেলার বন্যা পরিস্থিতির অবনতি আগামী ২৪ ঘণ্টায়ও তা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাতের নদ-নদীর অবস্থার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি কমছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, পানি কমার এ ধারা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং শরীয়তপুর এ ১১ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে ব্রহ্মপুত্রের পানি হাতিয়া ও চিলমারীতে, ঘাঘট নদীর পানি গাইবান্ধায় এবং ধরলা নদীর পানি কুড়িগ্রামে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে বান্দরবানে ১১১, কাউনিয়ায় ৬৪, রংপুরে ৭২, চট্টগ্রামে ৫৫, ডালিয়ায় ৯২ ও ঠাকুরগায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের উজানে ভারতে জলপাইগুড়িতে ১৮৪, তেজপুরে ৬৬ ও দার্জিলিংয়ে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
এব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, আটটি নদীর পানি ১৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, পদ্মা নদীর পানি সুরেশ্বর, ভাগ্যকুল ও গোয়ালন্দ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। যমুনা নদীর পানি নয়টি পয়েন্টে বিপৎসীমার ওপরে চলে গেছে। যমুনার পানি ফুলছড়ি, সাঘাটা, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি, কাজিপুর, সিরাজগঞ্জ, পোড়াবাড়ি, মথুরা ও আরিচায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
০৬ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
০৫ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ার পামবাগানে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি
০৫ নভেম্বর ২০২৪
নভেম্বরেই শুরু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল
৩০ অক্টোবর ২০২৪
ধর্ম উপদেষ্টাঃ ‘কমছে হজের খরচ,দুইদিনের মধ্যে ঘোষণা’
২৯ অক্টোবর ২০২৪