পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে মার্কিন নারী অ্যাক্টিভিস্ট নিহত
ডেস্ক রিপোর্ট
219
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১১:০৯:৫৬ এএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে ২৬ বছর বয়সী মার্কিন নারী অ্যাক্টিভিস্ট আয়সেনুর এজগি আইগি নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইগিকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। তিনি তুরস্কেরও নাগরিকও ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, বেইতা এলাকায় একজন সহিংস কর্মকাণ্ডের মূল উস্কানিদাতা তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল এবং তাকে হুমকি হিসেবে গণ্য করায় তারা গুলি চালায়।মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার আইগির পরিচয় নিশ্চিত করে জানান, ওয়াশিংটন তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। মিলার আইগির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত জ্যাক লিউও এ বিষয়ে শোক প্রকাশ করে বলেন, আমেরিকান নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
তুর্কি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন ও তুর্কি দ্বৈত নাগরিকত্বধারী আইগির জন্ম হয়েছিল তুরস্কের আন্টালিয়া শহরে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুকে ‘হত্যা’ বলে আখ্যায়িত করেছে এবং জানিয়েছে, তাকে ইসরায়েলি দখলদার বাহিনী নাবলুস শহরে হত্যা করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আইগিকে নাবলুসের এক হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের প্রধান ড. ফুয়াদ নাফফা নিশ্চিত করেছেন, মধ্য কুড়ির একজন আমেরিকান নাগরিক মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি পর্যালোচনা করছে এবং ওই এলাকায় গুলি চালানোর ফলে একজন বিদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য খতিয়ে দেখছে।ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী আইগি ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা থেকে রক্ষা করার প্রচারণায় যুক্ত ছিলেন।
এই ঘটনাটি ইসরায়েলি বাহিনীর পশ্চিম তীরের জেনিন শহর ও শরণার্থী শিবিরে দশ দিনের সামরিক অভিযান শেষে সেনা প্রত্যাহারের পর ঘটলো। অভিযানে অন্তত ৩৬ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ২১ জন জেনিন প্রদেশের বাসিন্দা ছিলেন।গত ৫০ বছরে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৭ লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপন করেছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত হয়, যদিও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে।
সূত্রঃবিবিসি
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪