ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

নগদ টাকা উত্তোলনে ব্যাংকের নতুন সিদ্ধান্ত,থাকছে না বাধাধরা কোন নিয়ম


ডেস্ক রিপোর্ট
67

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১০:০৯:৪২ এএম
নগদ টাকা উত্তোলনে ব্যাংকের নতুন সিদ্ধান্ত,থাকছে না বাধাধরা কোন নিয়ম ফাইল-ফটো



ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের উপর বাংলাদেশ ব্যাংক এতদিন যে সীমা আরোপ করেছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে গ্রাহকরা যে কোনো পরিমাণ অর্থ নগদ উত্তোলন করতে পারবেন।শনিবার (৭ সেপ্টেম্বর) এক ক্ষুদে বার্তায় এই সময়সীমা তুলে দেওয়ার তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।

বার্তায় তিনি জানান, আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের নগদ টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা আর প্রযোজ্য হবে না। ফলে যে কেউ যে কোনো অঙ্কের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন। এর আগে, দেশে ক্ষমতার পটপরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রক সংস্থাটি এ রকম নির্দেশনা জারি করে।

সবশেষ গত ১ সেপ্টেম্বর সর্বশেষ টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় ৫ লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সে সময় নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন।

তার আগের সপ্তাহে চার লাখ টাকা পর্যন্ত তোলা যেত। এর আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ দুই লাখ, এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল।

অর্থাৎ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হয়েছে। আর পঞ্চম সপ্তাহে এসে সেই সীমা প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এ সময় নগদ টাকা পরিবহনে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। সে সঙ্গে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তুলে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন, এমন আশঙ্কাও করা হয়েছে।সে জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলনে বাংলাদেশ ব্যাংক এই নিয়ন্ত্রণমূলক নির্দেশনা বা সীমা আরোপ করা হয়। যদিও প্রতি সপ্তাহেই সীমা বাড়ানো হয়েছে, যা এখন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।


আরও পড়ুন: