আজ বিশ্ব নদী দিবসঃ দূষণের কারণে নদী হারিয়েছে তার কাঙ্ক্ষিত রূপ
ডেস্ক রিপোর্ট
147
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:০৯:১২ পিএম

আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় নাগরিকদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে বাংলাদেশসহ ৭০টির বেশি দেশে দিবসটি পালিত হচ্ছে।দখল-দূষণসহ নানা সমস্যায় জর্জরিত দেশের নদীগুলো। নদীদূষণের জন্য অন্যতম দায়ী প্লাস্টিক। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সবচেয়ে বেশি দূষণ করছে নদীকে। দূষণের কারণে নদী হারিয়েছে তার চিরচেনা রূপ। পাশাপাশি দখল আর ভরাটের কারণেও কমে যাচ্ছে নদীর সংখ্যা ও পরিধি। একসময় আমাদের নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠেছিল নগর, বন্দর, শহর, গ্রাম, জেলেপাড়া, বাণিজ্যকেন্দ্র।
বর্তমানে সেই চিত্র আছে কেবল কাগজে কলমে। অতীতে মানুষ যাতায়াত করতো নদী পথে। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে শহর-বন্দরের পয়োবর্জ্য ও শিল্পবর্জ্য। বিষাক্ত সব রাসায়নিক এবং প্লাস্টিক ও পলিথিনের দূষণে নদীগুলো ভয়ংকর দুর্দশার সম্মুখীন হয়েছে। এতে নদীতীরবর্তী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে আছে নদী। বাঙালির অন্তপ্রাণ সেই নদী আজ দখল দূষণে বিপন্ন।
১৯৮০ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে শিক্ষক ও নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার দিবসটি পালনের সূচনা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় তা ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে জাতিসংঘের পক্ষে দিবসটি সমর্থন করা হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা
০২ ডিসেম্বর ২০২৪

নতুন বছরে ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা
৩০ নভেম্বর ২০২৪

জানুয়ারিতে চালু হবে যমুনা রেল সেতু
২১ নভেম্বর ২০২৪

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে
১৮ নভেম্বর ২০২৪

শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার
১৪ নভেম্বর ২০২৪

মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪