ঢাকা মঙ্গলবার
০৮ অক্টোবর ২০২৪
২৮ সেপ্টেম্বর ২০২৪

রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি


ডেস্ক রিপোর্ট
42

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:০৯:০৬ এএম
রাশিয়াকে শান্তির পথে যেতে বাধ্য করতে চান জেলেনস্কি ফাইল-ফটো



জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে হামলা বন্ধ করতে বাধ্য করার আর্জি জানিয়েছেন৷ বৃহস্পতিবার তিনি ‘বিজয় পরিকল্পনা' পেশ করবেন৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ২০২২ সাল থেকে চলে আসা হামলা আলোচনার মাধ্যমে বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না৷ তাঁর মতে, এবার আন্তর্জাতিক উদ্যোগে রাশিয়াকে শান্তির পথে যেতে ‘বাধ্য' করার সময় এসে গেছে৷ নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভাষণে তিনি রাশিয়ার বিরুদ্ধে ‘আন্তর্জাতিক অপরাধ'-এর অভিযোগ এনেছেন৷ 

জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে মস্কো এমন সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যেগুলি জাতিসংঘের সনদের সঙ্গে একেবারেই ন্যায্য হতে পারে না৷ তাঁর মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এতগুলি আন্তর্জাতিক নিয়ম ভেঙেছেন, যে তিনি মোটেই নিজের ইচ্ছেতে থামবেন না৷ ফলে তাঁকে শান্তি মেনে নিতে বাধ্য করতে হবে৷

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের একাধিক দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে জেলেনস্কি ইউক্রেনের প্রতি আরো সমর্থন আদায়ের চেষ্টা করছেন৷ তিনি ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ার কুকীর্তিতে সরাসরি মদত দেওয়ার অভিযোগ এনেছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার মদতকারী দেশগুলির বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপের ডাক দিয়েছেন৷ তাঁর মতে, সেই মদতের বিনিময়ে রাশিয়ার সমর্থন পেয়ে ইরান ও উত্তর কোরিয়া বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তির জন্য হুমকি হয়ে উঠবে৷ ব্লিংকেন চীনের ভূমিকা সম্পর্কেও ক্ষোভ প্রকাশ করেন৷

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর ‘বিজয় পরিকল্পনা' পেশ করতে চলেছেন৷ সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সেই উদ্যোগের আওতায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে হামলার প্রস্তাবও আছে বলে অনুমান করা হচ্ছে৷ অ্যামেরিকা এবং ব্রিটেন সম্ভবত এমন অনুরোধ মেনে নিলেও জার্মানি সেই ছাড়পত্র দিতে প্রস্তুত নয়৷

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই জেলেনস্কি বাইডেন প্রশাসনের কাছ থেকে যতটা সম্ভব সহযোগিতা আদায়ের চেষ্টা করছেন৷ নতুন সামরিক সহায়তার প্যাকেজের পাশাপাশি রাশিয়ার গভীরে সামরিক স্থাপনার উপর হামলার ছাড়পত্র পেতে তিনি বদ্ধপরিকর৷ ডনাল্ড ট্রাম্প অ্যামেরিকার আগামী প্রেসিডেন্ট হলে ইউক্রেন সমর্থন ও মদত হারানোর আশঙ্কা করছে৷ চলতি বছরেই দ্বিতীয় শান্তি সম্মেলন আয়োজন করে জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক উদ্যোগও জোরদার করতে চান৷ চীন, ভারত ও রাশিয়াও সেই সম্মেলনে উপস্থিত থাকবে বলে তিনি মনে করছেন৷


আরও পড়ুন: