লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু
ডেস্ক রিপোর্ট
76
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪ | ১০:১০:৩৮ এএম
মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা। হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।
এর আগে সোমবার রাতে লেবাননে স্থল হামলার অনুমোদন দেয় ইসরায়েলর নিরাপত্তা পরিষদ। ওই সময় জানানো হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের অনুমোদন দেওয়া হয়েছে।
লেবাননে স্থল হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক বিমান ও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় ধারণা করা হচ্ছিল, স্থল সেনাদের লেবাননে প্রবেশের ব্যবস্থা করতে এমন তীব্র হামলা চালানো হচ্ছে।লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে হিজবুল্লাহর অবকাঠামোগুলো উত্তর ইসরায়েলের জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে। ওই অঞ্চলে হিজবুল্লাহর নির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে স্থল অভিযান শুরু করেছে সেনারা। বিমান বাহিনী এবং কামান বাহিনী ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়ে স্থল বাহিনীকে সমর্থন দিচ্ছে।
এদিকে গতকাল সোমবার হিজবুল্লাহর ডেপুটি লিডার নাইম কাসেম এক বিবৃতিতে বলেছেন, তাদের যোদ্ধারা স্থল যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪