ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
৩১ অক্টোবর ২০২৪

বাংকার থেকে ইরানে বিমান হামলার তদারকি করেছেন নেতানিয়াহু


ডেস্ক রিপোর্ট
46

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ | ১১:১০:৪৪ এএম
বাংকার থেকে ইরানে বিমান হামলার তদারকি করেছেন নেতানিয়াহু ফাইল-ফটো



প্রতিশোধ নিতে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার কারণে রাজধানী তেহরান ও পাশে কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হমলা চালানোর সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে অবস্থান করছিলেন বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটির নিচে বাংকারে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং শীর্ষ আইডিএফ জেনারেলদের সঙ্গে বসে আছেন এমন ছবি প্রকাশ করেছে।

সিএনএন বলেছে, তেহরানে স্থানীয় সময় রাত ২টার পর প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। তিন ঘণ্টা পর বিস্ফোরণের দ্বিতীয় তরঙ্গের খবর পাওয়া যায়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দপ্তর শনিবার এক বিবৃতি জারি করে জানায়, তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষাব্যবস্থা কার্যকরভাবে সব হামলায় বাধা দিয়েছে এবং এই প্রতিকূল অবস্থার মোকাবেলা করেছে, যদিও সীমিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।’ তারা আরো জানায়, ‘ঘটনার পরিধি পুঙ্খানুপুঙ্খ তদন্তের অধীনে রয়েছে।’

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ১৪০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, আই২৪ নিউজ জানায়, ‘ইরানের বিভিন্ন সাইট লক্ষ্য করে ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।


আরও পড়ুন: