ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
৩১ অক্টোবর ২০২৪

গুরুতর অসুস্থ’ খামেনি,পুত্রের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা


ডেস্ক রিপোর্ট
36

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ | ১০:১০:১৫ এএম
গুরুতর অসুস্থ’ খামেনি,পুত্রের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা ফাইল-ফটো



ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গুরুতর অসুস্থতার খবর পাওয়া গেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গত শনিবার ইরানে ইসরায়েলের বিমান হামলার পরপরই খামেনির অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। গতকাল রবিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট। খামেনির অসুস্থার কারণে তেহরান তার সম্ভাব্য উত্তরসূরির খোঁজে রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। খামেনির মৃত্যুর পর পরবর্তী নেতা কে হবেন, সে বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর মতও নেওয়া হবে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস। এর মধ্যেই গতকাল রবিবার ইসরায়েলের হামলার জবাব নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন আয়াতুল্লাহ খামেনি। চলতি বছরের মে মাসে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রাণ হারানোর পর খামেনির উত্তরসূরি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়।


আরও পড়ুন: