ঢাকা শুক্রবার
০১ নভেম্বর ২০২৪
২৬ অক্টোবর ২০২৪

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম


ডেস্ক রিপোর্ট
22

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ | ১০:১০:২২ এএম
হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম ফাইল-ফটো



হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাঈম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।
গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বৈরুতে ইসরাইলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। নাসরাল্লাহকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইল। এতে হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। যার ফলে নাঈম কাসেম এখন হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হলেন। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, নাঈম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে নির্বাচিত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা দোয়া করবে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিকনির্দেশনা দিন। ৭১ বছর বয়সী কাসেমকে প্রায়শই হিজবুল্লাহর দুই নম্বর শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ১৯৮০-এর দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার। ইসরাইলের সঙ্গে ২০০৬ সালে যুদ্ধের পর আত্মগোপনে চলে যান হাসান নাসরাল্লাহ। সেসময় থেকে কাসেম হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ছিলেন যিনি জনসমক্ষে ছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলি বিমান হামলায় নাসরাল্লাহ নিহত হওয়ার পর থেকে কাসেম তিনবার টেলিভিশনে ভাষণ দেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে হিজবুল্লাহর সঙ্গে জড়িত আছেন নাঈম কাসেম। ১৯৯১ সালে কাসেমকে সশস্ত্র গোষ্ঠীটির তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভি উপ-প্রধান হিসেবে নিযুক্ত করেন। এর পরের বছর আব্বাস আল-মুসাভি ইসরাইলের হেলিকপ্টার হামলায় নিহত হন।

খবর আলজাজিরা


আরও পড়ুন: