ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩

রোমের মন্তুেভেরদে বাসীর শীতকালীন তুষার ভ্রমণ


Reporter01
278

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:০২:২১ পিএম
রোমের মন্তুেভেরদে বাসীর শীতকালীন তুষার ভ্রমণ



রোমের মন্তেভেরদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শীতকালীন আনন্দ ভ্রমণে শামিল হয়। প্রবাসী হামিদুর রহমান বুলেট, শিমুল আহমেদ, বাচ্চু বেপারীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই শীতকালীন আনন্দ ভ্রমণ। ইউরোপের দেশ গুলোর প্রতিটি শহর শীতে কাবু সেই সাথে পরছে তুষার। কালো পাহারগুলো সাদা শহরে পরিণত হয়েছে। ব্যতিক্রম ইতালির ইতালির রাজধানী রোম। শীত থাকলেও নেই বরফের দেখা। তাইতো রোম প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর বরফের চাদরে আচ্ছাদিত শহরে শীতকালীন ভ্রমণে যায়। রোমের পার্শ্ববর্তী শহর আবরুচ্ছোর কাম্পো ফেলোসি। শীতকালীন পর্যটকদের পছন্দের যায়গা। ক্যাবল কারের মাধ্যমে উঁচু উঁচু পাহারের মাধ্যমে উপরে উঠে বরফের সাথে খেলা করে পর্যটকরা। প্রতিদিন স্কুলের শতশত ছাত্রছাত্রী আসে এমন প্রাকৃতিক নৈসর্গিক যায়গা দেখতে। রোম প্রবাসী বাংলাদেশিদের বায় শীতকালীন ভ্রমণের জন্য বেশ পছন্দের এই যায়গাটি। ঘুরতে আসা প্রবাসী বাংলাদেশিরা বলেন, যান্ত্রিক জীবনের কোলাহল থেকে বেরিয়ে এসে আমরা একটু আনন্দ খুঁজে বেড়াই এখানে ইতালির বিভিন্ন শহরের সন্নিকটে এ ধরনের তুষারপাতের স্পট রয়েছে।


আরও পড়ুন: