জাতির জনক ছিলেন একজন দার্শনিক: আইনমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
290
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ | ০৩:০৮:৪২ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির একজন দার্শনিক ছিলেন বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) উদ্যোগে ‘বঙ্গবন্ধুর দর্শনঃ একুশ শতকের প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক মিশ্র সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একজন নেতাই ছিলেন না, তিনি রাজনীতির দার্শনিক। বঙ্গবন্ধুর জীবন ও তার দর্শন তাকে হত্যা করে শেষ করা যায় নি। তার আদর্শ এখনো আমাদের মধ্যে টিকে আছে। তার চিন্তা ও দর্শনে ছিল বাংলাদেশের উন্নয়ন। তিনি বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত করতে চেয়েছিলেন। ‘বঙ্গবন্ধুর সংকল্প, দূরদৃষ্টি, সাহসিকতার ফলেই পাকিস্তানি অত্যাচার-অবিচার থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যা এখনো এদেশকে সঠিক পথে পরিচালিত করছে। ’ যোগ করেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু রাজনীতির বাইরেও গণতন্ত্রের লড়াইয়ে সংগ্রাম করেছেন। দেশের সবচেয়ে বড় নেতা হওয়ার পরও গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাঙালি জাতীয়তাবাদের জনকও তিনি। এর প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’কে জাতীয় সংগীত হিসেবে বেছে নিয়েছিলেন। যা, বাঙালি জাতীয়তাবাদকে প্রতিনিধিত্ব করে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসি ছিলেন। তিনি একটি ধর্মনিরপেক্ষ দেশ গড়ে তুলতে চেয়েছিলেন। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মিশেলে তিনি একটি রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। তার সেই পরিকল্পনা নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, এই সমাজব্যবস্থার এখনো আবেদন আছে। বর্তমান সময়েও এটি কার্যকর। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির প্রশংসা করে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু তৎকালীন দ্বিমেরু বিশ্বে সফলভাবে নিরপেক্ষতার নীতি সমুন্নত রেখেছিলেন। তার এই নীতি বাংলাদেশকে ‘কোল্ড ওয়ার’ থেকে বাঁচিয়ে দিয়েছিল। এই সেশন শেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বৈদেশিক দূতাবাসের প্রতিনিধি, সাবেক কূটনৈতিক, উর্দ্ধতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
০৬ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
০৫ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ার পামবাগানে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি
০৫ নভেম্বর ২০২৪
নভেম্বরেই শুরু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল
৩০ অক্টোবর ২০২৪
ধর্ম উপদেষ্টাঃ ‘কমছে হজের খরচ,দুইদিনের মধ্যে ঘোষণা’
২৯ অক্টোবর ২০২৪