হারলে শেষ জিতলে আছি
ডেস্ক রিপোর্ট
257
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৯:৪৩ এএম
হারলেই শেষ এশিয়া কাপ স্বপ্ন। জিতলে নিশ্চিত সুপার ফোর। এমন সমীকরনে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
এদিকে আফগানিস্তান ম্যাচের ধকল কাটাতে বিশ্রামে বেশিরভাগ ক্রিকেটার। তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মতে, যে দল চাপ সামলে নিতে পারবে, শেষ হাসি হাসবে তারাই।
তিনি বলেন, পেস বলে একজন ক্রিকেটার হিট করতে গিয়ে আউট হতে পারে এতে সমস্যা নেই তবে বডি ল্যাংগুয়েজ এমন হলে তো আমাদের কষ্ট লাগে। আমি দলের প্রতিটি ক্রিকেটারের মানসিকতার পরিবর্তন দেখতে চাই। সবার কাছ থেকে বেটার কিছু আশা করছি।
দেয়ালে পিঠ ঠেকা বাংলাদেশের হারানো আর কি বাকি? টিম ডিরেক্টর বলেন, মাঠে খেলতে নেমে শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই ভয় পায় না, সব দেশের ক্রিকেটাররাই ভয় পায়। তবে আমাদের ক্রিকেটাররা তুলনামূলক ভয় বেশি পায় কিনা সেই বিষয় তো আমাদের জানা সম্ভব না। এখন তাইলে ক্রিকেটারদের মনের ভেতর ঢুকতে হবে।
বাংলাদেশের মত আফগানিস্তানের কাছে হেরে বিপর্যস্ত শ্রীলঙ্কা। সবশেষ চার দ্বিপাক্ষিক সিরিজ হারা দলটির পরিস্থিতিও ভয়ংকর। তবে পেসার পাথিরানার বোলিং অ্যাকশন আর লঙ্কার অলরাউন্ডশক্তি প্রতিপক্ষকে ফেলতে পারে অস্বস্তিতে।
টি টোয়েন্টিতে দুই দলের ১২ দেখায় লঙ্কানদের কাছে ৮ বার হেরেছে বাংলাদেশ। যদিও এশিয়া কাপের সুখস্মৃতি ২০১৬ সালে। টাইগারদের চাওয়া তারই পুনরাবৃত্তি।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪