টস হেরে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ
খেলা ডেস্ক
262
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ | ১০:১০:১৪ এএম
নেদারল্যান্ডসের বিপক্ষে আজ তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে অন্য দুই জন হলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের সুপার টুয়েলভ নিজেদের প্রথম ম্যাচে অবশ্য টস হেরেছে টাইগাররা। টসে জিতেছে নেদারল্যান্ডস । বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর অনুমিত সিদ্ধান্তটাই নিয়েছে ডাচরা।
সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণটা জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস, ‘আমরা প্রথমে বোলিং করব। আমরা দেখেছি দলগুলোকে রান তাড়া করে জিততে দেখেছি। আবহাওয়াও আমাদের সাহায্য করবে। এখন প্রতিদ্বন্দ্বিতা করার সময় ও জয় তুলে নেওয়ার সময়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকয়টি আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ভালো খেলতে না পারলেও বরাবরের মতো আশায় বুক বাঁধছেন সবাই। অস্ট্রেলিয়ার পেসবান্ধব বাকি মাঠগুলোর মতো হোবার্টের উইকেটও বাউন্সি। এর ওপর সেখানে অভিজ্ঞতা নেই দলের কারও। সাকিব অবশ্য একটি ম্যাচে খেলেছিলেন অনেক আগে।
ম্যাচের আগে অধিনায়কের শক্তি বাড়ে পুরো দলকে একসঙ্গে ফিট পেলে। দলের সকলে ফিট থাকায় খুশি সাকিব। এক ঝাঁক তরুণকে নিয়ে আশাবাদী তিনি। দলের প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে নিজের সেরাটা দেওয়ার মানসিকতা রাখতে বললেন সবার উদ্দেশে। শোনালেন, আশার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুখকর স্মৃতি না থাকলেও এবার ভালো কিছু উপহার দেবে বাংলাদেশ, দৃঢ় কন্ঠে বললেন অধিনায়ক। পাশাপাশি সমীহ করছেন বাছাই পর্বে দুর্দান্ত খেলে আসা প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে।
অপরদিকে, নেদারল্যান্ডস ফুটছে টগবগে আত্মবিশ্বাসে। প্রথম দুই ম্যাচ জিতে মূল পর্ব নিশ্চিত করে ফেলে ডাচরা। টাইগারদের বিরুদ্ধে নামার আগে চোট সমস্যা আছে তাদের। রলফ ফন ডার মারউয়ির বদলে দেখা যেতে পারে লোগান ফন বিককে। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের নেতৃত্বে জয়ের মিশনে তারাও নামবে। বাস ডি লিড, বিক্রমজিতরা ঘুরিয়ে দিতে পারেন খেলার মোড়। তবে, আবহাওয়ার পূর্বাভাস জানান দিচ্ছে, বৃষ্টি বাগড়া দিতে পারে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪