ঢাকা শনিবার
২০ এপ্রিল ২০২৪
২৭ মার্চ ২০২৪

নেদারল্যান্ডের বোলিং চাপে ব্যাকফুটে বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট
155

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ | ১১:১০:২১ এএম
নেদারল্যান্ডের বোলিং চাপে ব্যাকফুটে বাংলাদেশ ফাইল-ফটো



বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত  দারুণ একটা শুরুই এনে দিয়েছিলেন। তবে দলীয় ৪৩ রানে সৌমের বিদায়ের পর যেন এলোমেলো হতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৪৩ থেকে ৬৩, এই ২০ রানের মধ্যে চার উইকেট হারায় টাইগাররা। পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে।

দলিয় ৪৩ রানে সৌম্যর বিদায়ের পর ৪৭ রানে শান্তর আউট এরপর ৬০ রানে সাজঘরে ফিরেন লিটস দাস। সবশেষ ৬৩ রানে আউট হন অধিনায়ক সাকিব। সাকিবের পর ৩ রান করে মাঠ ছাড়েন ইয়াসির আলী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান। মাঠে আফিফ (১৩) ও নুরুল হাসান(১) রান নিয়ে ব্যাট করছেন।


আরও পড়ুন: