বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে, বলছে আবহাওয়া অধিদপ্তর
ডেস্ক রিপোর্ট
251
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ | ১২:১০:২৩ পিএম
রাজধানীর আকাশ গতকাল সারা দিন ধরেই মেঘলা ছিল। কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টিও হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেই এই বৃষ্টি।
রাজধানীতে সারা দিনই আজ বৃষ্টি হবে বলছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টি হবে। বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও হতে পারে। পরশু বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে।
আজ সকাল আটটায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।
মোংলা-পায়রায় ৭ নম্বর ও চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদসংকেত দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে আজ সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কালও। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় এর সম্মুখভাগের প্রভাব, অমাবস্যা এবং বায়ুচাপের পার্থক্যের কারণে এবারের ঘূর্ণিঝড়টির প্রভাব অনেকাংশে বেশি হতে পারে। এর প্রভাবে উপকূলে ছয় ফুটের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মধ্যরাতের পরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। দেশের উপকূলীয় জেলা পটুয়াখালী, বরিশাল ও ভোলায় এর প্রভাব অপেক্ষাকৃত বেশি হতে পারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
০৬ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
০৫ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ার পামবাগানে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি
০৫ নভেম্বর ২০২৪
নভেম্বরেই শুরু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল
৩০ অক্টোবর ২০২৪
ধর্ম উপদেষ্টাঃ ‘কমছে হজের খরচ,দুইদিনের মধ্যে ঘোষণা’
২৯ অক্টোবর ২০২৪