ভারত-বাংলাদেশের সেমিফাইনালের টিকিট নির্ধারণী ম্যাচ আজ
খেলা ডেস্ক
278
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২ | ১১:১১:৫৩ এএম
এবারের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে অনেকেই নাম দিয়েছে ‘বৃষ্টি বিশ্বকাপ’। বিশ্বকাপের জন্য এমন একটি বৃষ্টির মৌসুমকে বেছে নেওয়ার জন্য এরইমধ্যে আইসিসি এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তুমুল সমালোচনা চলছে চারদিকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি অ্যাডিলেড ওভালে বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। এই ম্যাচে ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে চাইবে সাকিব আল হাসানের বাংলাদেশ দল।
সুপার টুয়েলভের ম্যাচে মাঠে নামার আগে সমীকরণে বেশ এগিয়ে ভারত। টাইগারদের সাথে জিতলে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দলের। আর বাংলাদেশ জিতলেও পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে দিকে চেয়ে থাকতে হবে টাইগারদের। কারণ নেট রান রেটে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
অতীত পরিসংখ্যানে এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে বাংলাদেশের একমাত্র জয়ের বিপরীতে ভারতের জয় ১০ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় সবকয়টিতে জয় পায় ভারত। তবে সর্বশেষ ২০১৬ বিশ্বকাপে নাটকীয়ভাবে ১ রানে জেতে ভারত।
বাংলাদেশ তাদের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দেননি। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে দল। তবে পরিবর্তন এলে একাদশে একজন বাড়তি স্পিনার হিসেবে নাসুম আহমেদকে দেখা যেতে পারে।
এই ম্যাচে ভারতের একাদশে দেখা যেতে পারে উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তকে। কারণ পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পেয়েছিলেন আরেক উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, দীনেশ কার্তিক/ঋষভ পন্ত, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪