ডায়রিয়ার প্রকোপ শেরপুরে, ওষুধ সংকট
ডেস্ক রিপোর্ট
262
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২ | ১১:১১:৩২ এএম
শেরপুর সরকারি হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ ছাড়াও একদিনে জেলা হাসপাতালে ১২৮ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২ নভেম্বর) সারাদিন ওই হাসপাতালে ভর্তি হয় রোগী।বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী।
জানা গেছে, জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৬টি সিট থাকলেও স্বাভাবিকভাবে ২০ জন রোগী চিকিৎসা নিতে পারেন। গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে শেরপুর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
এদিকে এক সপ্তাহে প্রায় ছয় শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বুধবার ২৪ ঘণ্টায় ১২৮ জন রোগী শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে এক সপ্তাহে অন্তত সহস্রাধিক রোগী চিকিৎসা নেন।
হঠাৎ করে আশঙ্কাজনকভাবে ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কোনো জায়গা খালি নেই। ইতোমধ্যে রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। একই সঙ্গে জেলা হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন ও ওষুধ সংকট।
রোগীর স্বজন কামাল হোসেন জানান, দুই দিন ধরে পাতলা পায়খানা হচ্ছিল মায়ের। পরে হাসপাতালে ভর্তি করিয়েছি। কিন্তু মায়ের শরীর অনেক দুর্বল। ইতোমধ্যে হাসপাতাল থেকে স্যালাইন দিয়েছিল।
শেরপুর জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ মৌসুমী ইসলাম জানান, হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসায় দুই থেকে তিন মাসে যে ওষুধ লাগত, এখন এক দিনেই তা শেষ হয়ে যাচ্ছে। এ কারণে ওষুধ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, হঠাৎ করে গত কয়েক দিনে ডায়রিয়া রোগী প্রায় ৫-৬ গুণ ভর্তি বৃদ্ধি পেয়েছে। এ কারণে ওষুধ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
তিনি আরও জানান, পার্শ্ববর্তী উপজেলা, জেলা ও ময়মনসিংহ থেকে ওষুধ এবং স্যালাইন নিয়ে এসে সংকট সামাল দেওয়া হচ্ছে। মানুষের অসচেতনতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
০৬ নভেম্বর ২০২৪
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর
০৫ নভেম্বর ২০২৪
মালয়েশিয়ার পামবাগানে কর্মী যাওয়া বন্ধ হচ্ছে ৩১ জানুয়ারি
০৫ নভেম্বর ২০২৪
নভেম্বরেই শুরু হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল
৩০ অক্টোবর ২০২৪
ধর্ম উপদেষ্টাঃ ‘কমছে হজের খরচ,দুইদিনের মধ্যে ঘোষণা’
২৯ অক্টোবর ২০২৪