ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
০৭ সেপ্টেম্বর ২০২৪

ইতিহাসের পাতায় আজকের দিন


ডেস্ক রিপোর্ট
274

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২ | ১১:১১:৪৯ এএম
ইতিহাসের পাতায় আজকের দিন ফাইল-ফটো



আজ ০৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:

  • ১৪৯৩- ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন।
  • ১৮৩৮- ভারতে বহুল প্রচারিত ইংরাজী দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২৮- তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করে।
  • ১৯৫৭- লাইকা নামের একটি রাশিয়ার কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক-২ মহাশূন্যে পাঠানো হয়।
  • ১৯৭৫- বাংলাদেশের চার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়।

জন্ম:

  • ১৮৬৬- লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেন।
  • ১৮৯৭- সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল কালাম শামসুদ্দীন।
  • ১৯১৩- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব প্রদ্যোতকুমার ভট্টাচার্য।
  • ১৯১৯- বাঙালি লেখক, অধ্যাপক ও গবেষক অরবিন্দ পোদ্দার।
  • ১৯৩৩- নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
  • ১৯৭৩- বাঙালি অভিনেত্রী মৌসুমী।

মৃত্যু:

  • ১৯৭৫- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদ।
  • ১৯৭৫- বাংলাদেশি রাজনীতিবিদ সৈয়দ নজরুল ইসলাম।
  • ১৯৭৫- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোঃ মনসুর আলী।
  • ১৯৭৫- বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।
  • ১৯৭৭- বাঙালি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ মুহম্মদ কুদরাত-এ-খুদা।
  • ১৯৭৭- পূর্ব বাংলার প্রথম গভর্নর ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন।
  • ১৯৯১- বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
  • ২০১৭- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস।

জেল হত্যা দিবসঃ আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩রা নভেম্বর পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতা- সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।


আরও পড়ুন: