ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
০৭ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বের প্রভাবশালী পাঁচ শ মুসলিমের তালিকার শীর্ষে কে


ডেস্ক রিপোর্ট
217

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২ | ১২:১১:১৯ পিএম
বিশ্বের প্রভাবশালী পাঁচ শ মুসলিমের তালিকার শীর্ষে কে ফাইল-ফটো



প্রতি বছরের মতো এ বছরও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’।

দ্য মুসলিম ৫০০ ও দ্য ইসলামিক ইনফরমেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত এ তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে মনোনয়ন পেয়েছেন ভারতের জমিয়তে উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি।

অন্যদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ তথা বর্ষসেরা নারী হিসাবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অনুবাদক আয়েশা আবদুর রহমান বিউলি।

প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সফলতার সঙ্গে হজ কার্যক্রম পরিচালনা, মুসলিম দাওয়াহ নেটওয়ার্কের প্রধান হিসেবে দায়িত্ব পালন, জনসেবাসহ নানা বিষয়ে তার ভূমিকা তাকে তালিকার শীর্ষে স্থান দিয়েছে।

[caption id="attachment_5992" align="alignright" width="696"]ফাইল-ছবি টুইটার[/caption]

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী মুসলিম হলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ী। এরপর কাতারের আমির শেখ তামিম বিন হামদ। তারপর রায়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও পাকিস্তানের শীর্ষ আলেম মুফতি তকি উসমানি প্রমুখ।


আরও পড়ুন: