ঢাকা মঙ্গলবার
০৩ ডিসেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

সাফজয়ী কন্যাদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী


খেলা ডেস্ক
281

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২ | ১০:১১:৪৫ এএম
সাফজয়ী কন্যাদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ফাইল-ফটো



সাফ জয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে শিরোপা ছিনিয়ে আনা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় মহিলা দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের এ সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দেয়া হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ খবর জানা গেছে।

গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমাণ্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দীর্ঘ ১৯ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাবিনা-সানজিদারা। এরপর ছাদখোলা বাসে তাদের বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি।


আরও পড়ুন: