ঠিকাদারদের বেশি দামে কাজ দিলে মিডিয়া ও দুদক ধরবেঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
361
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ | ০৪:১১:২৩ পিএম

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম-এমপি বলেছেন, বহির্বিশ্বে যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন ঠিকাদাররা কাজ করতে চাচ্ছে না। এখন বেশি দামে কাজ দিলে মিডিয়া ও দুদক বলবে, পানি উন্নয়ন বোর্ড দুর্নীতি করেছে। আসলেতো দুর্নীতি হয়নি, রাতারাতি কোন কিছু সম্ভব না, বাঁধের কাজের জন্য অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে স্থানীয় ফলকন বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। মেঘনা ভাঙনে নি:স্ব মানুষের মুখে হাসি ফুটাতে দ্রুত তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শেষ করতে হবে। এজন্য নদী পাড়ের মানুষের কাছে প্রয়োজনে বার বার যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, মহা পরিচালক ফজলুর রশিদ, লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ প্রমুখ। পরে কমলনগরের লুধুয়া থেকে স্পীড বোর্ডের মাধ্যমে রামগতি পর্যন্ত নদী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা
০২ ডিসেম্বর ২০২৪

নতুন বছরে ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা
৩০ নভেম্বর ২০২৪

জানুয়ারিতে চালু হবে যমুনা রেল সেতু
২১ নভেম্বর ২০২৪

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে
১৮ নভেম্বর ২০২৪

শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার
১৪ নভেম্বর ২০২৪

মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪