ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

বিশ্বকাপ ফাইনালে অঘটন ঘটাতে পারে যারা


খেলা ডেস্ক
271

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ১১:১১:৪৫ এএম
বিশ্বকাপ ফাইনালে অঘটন ঘটাতে পারে যারা ফাইল-ফটো



টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনাল রোববার (১৩ নভেম্বর)। দ্বিতীয় শিরোপার জন্য লড়াই করবে পাকিস্তান ও ইংল্যান্ড। দুর্দান্ত যাত্রার মধুর সমাপ্তি টানতে প্রস্তুত দুই দলের ২২ তারকা। সেমিফাইনালে বিপক্ষকে দুমড়ে মুচড়ে ফাইনালে আসা পাকিস্তান ও ইংল্যান্ড ভারসাম্যপূর্ণ দল হলেও আলাদা নজর থাকবে কয়েকজনের উপর।

শাহিন শাহ আফ্রিদিঃ পেস আক্রমণে বিশ্বের অন্যতম ভয়ংকর দল পাকিস্তান। চলতি বিশ্বকাপে তাদের পেস বিভাগের নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম দুই ম্যাচে উইকেটবিহীন থাকলেও পরের ৪ খেলায় ১০ উইকেট তুলে নেন আফ্রিদি। সুপার টুয়েলভের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে অ্যাডিলেড ওভাল বাংলাদেশকে ৫ উইকেটে হারানোর দিনে বল হাতে আগুন ঝরান তিনি। ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। পান ম্যাচসেরার পুরস্কার। কালও নতুন বলে বাবর আজমের ভরসা আফ্রিদি।

শাদাব খানঃ বিশ্বকাপ শুরুর আগেই শাদাব খানকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাবা হচ্ছিল। আসরজুড়ে আস্থার প্রতিদান দিয়ে চলছেন শাদাব। ৬.৫৯ ইকোনমিতে তুলে নিয়েছেন ১০ উইকেট। মাঝের ওভারগুলোতে শাদাবের কার্যকরী বোলিং ব্রেক থ্রু এনে দেয় পাকিস্তানকে। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাঁকান অর্ধশতক। তাই কালকের ফাইনালে শাদাবের অলরাউন্ডিং ঝলক আরেকবার দেখতে মুখিয়ে পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ানঃ পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান অধিনায়ক বাবর আজমের সঙ্গে জুটি বেঁধে ওপেনিংটাকে নিয়ে গেছেন অন্য পর্যায়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ১০৫ রানের জুটি গড়ার পথে খেলেন ৪৩ বলে ৫৭ রানের ঝরঝরে ইনিংস। ফাইনালে বাবর-রিজওয়ানের জুটি, বিশেষত রিজওয়ানের ব্যাটে একটা ভালো শুরুর অপেক্ষায় পাকিস্তান সমর্থকরা। কারণ, রিজওয়ানের ফর্ম দলকে এনে দিতে পারে শুরুর মোমেন্টাম।

অ্যালেক্স হেলসঃ সেমিফাইনালে ভারতের ১৬৯ রান তাড়ায় জস বাটলারকে নিয়ে রানের ফুলঝুরি ছুটিয়েছেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস। অপরাজিত ৮৬ রান করার পাশাপাশি সেদিন ছুঁয়েছেন টি-টোয়েন্টিতে নিজের ২ হাজার রানের মাইলফলক। চলতি আসরে ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি রান তারই। দুই অর্ধশতকে করেছেন ২১১ রান, স্ট্রাইক রেট ১৪৮.৫৯। পাকিস্তানের পেস গোলা সামলাতে হেলস তাই ইংল্যান্ডের বড় অস্ত্র।

জস বাটলারঃ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার দারুণ একটি বিশ্বকাপ কাটাচ্ছেন। ৫ ম্যাচে দুই অর্ধশতকে ১৯৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৩.১৬। ওপেনিংয়ে দলকে ঝড়ো শুরু এনে দিতে পারঙ্গম বাটলার সেমিফাইনালে সঙ্গী অ্যালেক্স হেলসের সঙ্গে মিলেমিশে বিদায় করে দিয়েছেন ভারতকে। ফাইনালে তার কাছে আরেকটি চমৎকার ইনিংসের আশা রাখতেই পারে ইংলিশ ভক্তরা।

স্যাম কারানঃ বাঁহাতি এই পেসার আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটসহ চলতি আসরে ৫ ম্যাচে তুলে নিয়েছেন ১০ উইকেট। গড় মাত্র ১৩.৬০, ওভার প্রতি খরচ ৭.২৮। পাকিস্তানের যদি থাকে শাহিন আফ্রিদি, তাহলে ইংল্যান্ডের আছে স্যাম কারান। বাবর-রিজওয়ানের জুটি ভাঙতে নতুন বলে কারানের দিকে তাকাবেন বাটলার, সেটি না বললেও চলে।


আরও পড়ুন: