মোদিকে দেওয়া গালি তার নিজের শরীরে পুষ্টিতে পরিণত হয়
ডেস্ক রিপোর্ট
265
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ১১:১১:৪৪ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিদিন ২ থেকে ৩ কেজি করে গালি হজম করতে হয়। এই গালি তাঁর শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয় বলেও জানিয়েছেন তিনি। তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের এভাবেই নিশানা করের মোদি।
কর্মী-সমর্থকদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ গালি দেওয়া ছাড়া ওদের আর কিছু বাকি নেই।’
বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, ‘কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়। পুরো ডিকশনারি মোদিকে গালি দিতে দিতে ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের বলছি, এমন কথায় আপনারা বিরক্ত হবেন না। কারণ, ওদের গালি দেওয়া ছাড়া দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। আমি শেষ ২০ থেকে ২২ বছর ধরে বিভিন্ন ধরনের গালি খাচ্ছি। সন্ধ্যায় ওরা গালি নিয়ে মজা করুক, কিন্তু তারপর দিনশেষে পদ্মই খেলা খেলবে।’
নরেন্দ্র মোদি বলেন, ‘এই গালি শুনে কেউ বিরক্ত হবেন না। সবাই বুক ফুলিয়ে চলুন। রাজনীতিতে আমাদের লক্ষ্য সব সময় সেবামূলক হওয়া উচিত। তেলেঙ্গানায় যারা সরকারে আছেন, তাদের লক্ষ্য শুধু মোদিকে গালি দেওয়ার দিকেই।’
[caption id="attachment_6421" align="alignright" width="908"] ফাইল ছবি[/caption]
তিনি বলেন, ‘কেউ কেউ আমাকে বলেন, আপনি থামেন না? আমি তাদের বুঝিয়েছি, আমি রোজ দুই কেজি, তিন কেজি গালি খাই। ঈশ্বর আমাকে এমন আশীর্বাদ দিয়েছেন যে, এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়ে যায়। এই পুষ্টিই জনতার সেবায় কাজে লাগাই।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ইলেক্টোরাল ভোট: কমলা ১০৯, ট্রাম্প ১৯৮
০৬ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
স্পেনের রাজা-প্রধানমন্ত্রীকে কাদা ছুড়লেন ক্ষুব্ধ জনতা
০৪ নভেম্বর ২০২৪
কার ভাগ্যে হোয়াইট হাউস, ট্রাম্প না কমলা
০৪ নভেম্বর ২০২৪
গত ৪৮ ঘণ্টায় গাজায় শিশুর প্রাণ ঝরেছে অর্ধশতাধিক
০৪ নভেম্বর ২০২৪
স্পেনে আকস্মিক বন্যা,মৃতের সংখ্যা বেড়ে ৯৫
৩১ অক্টোবর ২০২৪