ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

‘ডে অব এইট বিলিয়ন’ পালনে কয়েক ঘন্টার অপেক্ষা


ডেস্ক রিপোর্ট
261

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ | ০৪:১১:২১ পিএম
‘ডে অব এইট বিলিয়ন’ পালনে কয়েক ঘন্টার অপেক্ষা ফাইল-ফটো



আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা এরপরই বিশ্বের জনসংখ্যা পৌঁছে যাবে ৮০০ কোটিতে। এ বছরের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে ৮০০ কোটির জনসংখ্যার ব্যাপারে প্রথম ভবিষ্যবাণী করা হয়। জাতিসংঘ বলছে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাবে।

এ নিয়ে ইউএন ডট ওআরজি কাউন্টডাউন শুরু করেছে। জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছানোর দিনটিকে পালন করতে নাম দেওয়া হয়েছে ‘ডে অব এইট বিলিয়ন’।

জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যা ৭০০ থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে ১২ বছর সময় লেগেছিল। আর ৯০০ কোটিতে পৌঁছাতে সময় লাগবে ১৫ বছর। ২০৩৭ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছাবে। ৮০০ থেকে ৯০০ কোটিতে পৌঁছানোর ধীরগতির কারণ জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছরের শেষে ভারতের জনসংখ্যা চীনকেও ছাড়িয়ে যাবে। মানুষের আয়ু বেড়েছে জনস্বাস্থ্য, ওষুধ নিয়ে গবেষণা, খাদ্যের সহজলভ্যতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতার কারণে মানুষের আয়ু বেড়েছে। এ ছাড়া বেশ কিছু দেশের জন্মহারে উচ্চহারের কারণেও জনসংখ্যা এ পর্যায়ে পৌঁছেছে।

২০৩০-এ বিশ্বের জনসংখ্যা ৮৫০ কোটি, ২০৫০ সালে ৯৭০ কোটি এবং ২০৮০ সালে ১০৪০ কোটিতে পৌঁছে যাবে বলে ধারণা করছে জাতিসংঘ।


আরও পড়ুন: