ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
৩১ অক্টোবর ২০২৪

ভারতে পাথর খনি ধসে ৮ শ্রমিক নিহত


ডেস্ক রিপোর্ট
286

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ | ০২:১১:৩০ পিএম
ভারতে পাথর খনি ধসে ৮ শ্রমিক নিহত ফাইল-ফটো



ভারতের মিজোরাম রাজ্যে একটি পাথর খনি ধসে ১২ অভিবাসী শ্রমিক আটকা পড়ার একদিন পর ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৪ শ্রমিকের সন্ধানে মঙ্গলবার (১৫ নভেম্বর)ও তল্লাশি চালানো হচ্ছিল, এরা পাথরের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার মিজোরামে একটি পাথর খনি ধসে পড়লে ১২ জন শ্রমিক পাথরের নিচে চাপ পড়েন, মঙ্গলবার তাদের মধ্যে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।

এক বিবৃতিতে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বলেছে, ‘ময়নাতদন্তের পর মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে। তল্লাশি অভিযান এখনো অব্যাহত আছে এবং সব নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত চলবে।’

মিজোরামের হ্নাথিয়াল জেলার মৌদার এলাকার ওই ব্যক্তি মালিকানাধীন খনিটির শ্রমিকরা তাদের দুপুরের আহার সেরে ফেরার পরপরই খনিটিতে ধস নামে বলে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে।

তারা জানায়, এ সময় পাঁচটি হিটাচি খননযন্ত্র ও অন্যান্য ড্রিলিং মেশিনসহ শ্রমিকরা খনির ভেতরে পাথর চাপা পড়ে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালাতে স্থানীয় লেইত গ্রাম ও হ্নাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা এসে ঘটনাস্থলে হাজির হয়। তল্লাশি ও উদ্ধার অভিযানে সহায়তা করতে রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনী, বিএসএফ ও আসাম রাইফেলকেও ডাকা হয়।


আরও পড়ুন: