ঢাকা শুক্রবার
২৯ মার্চ ২০২৪
২৪ মার্চ ২০২৪

হার মানতে না পারায় বেলজিয়ামে দাঙ্গা


ডেস্ক রিপোর্ট
143

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ | ১০:১১:৩৮ এএম
হার মানতে না পারায় বেলজিয়ামে দাঙ্গা ফাইল-ফটো



বিশ্বকাপে মরোক্কোর কাছে ২-০ গোলে হারের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে। দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

খবর ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, মরক্কোর কাছে হারের পর বেলজিয়ামের সমর্থকেরা ব্রাসেলসের রাস্তা ভাঙচুর, অগ্নিসংযোগ করে। দোকানপাট ও গাড়ি ভাঙচুরের সঙ্গে অগ্নিসংযোগও করা হয়। দাঙ্গবাজদের নিয়ন্ত্রণে ব্রাসেলস পুলিশ কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়। দাঙ্গা থামাতে প্রয়োগ করা হয় কাঁদানে গ্যাস কয়েক ডজন দাঙ্গাবাজ বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করেছে।

ব্রাসেলস পুলিশের মুখপাত্র ভ্যান ডে ক্যারে জানিয়েছেন, দাঙ্গায় একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া শহরের মেয়র ফিলিপ ক্লোজ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে টুইট করে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতে বাধ্য হয়েছে।


আরও পড়ুন: