বিশ্বকাপের পর্দা উঠার আগ মুহূর্তে ফ্রান্স দলে বড়সড় ধাক্কা
খেলা ডেস্ক
281
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ | ১০:১১:২৯ এএম
কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর কিছু সময় বাকি। অথচ তার ঠিক আগ মুহূর্তে বড়সড় দুঃসংবাদ পেল ফ্রান্স। দলটির সবচেয়ে বড় তারকা ও আক্রমণভাগের প্রাণভোমরা করিম বেনজেমাকে পাচ্ছে না টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।
শনিবার (১৯ নভেম্বর) দোহায় দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন ব্যালন ডি অর জয়ী এই তরকা। এ সময় বাঁ পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। শঙ্কা দেখা দেয় তখনই। অবশেষে এমআরআই করার পর জানা গেল—চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। অর্থ্যাৎ নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে এবারের কাতার বিশ্বকাপ।
ইনজুরি যেন পিছুই ছাড়ছে না বিশ্ব চ্যাম্পিয়নদের। চোটের কারণে পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বেকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশমস। এরপর দল ঘোষণার পর চোটে ছিটকে যান লাইপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু।
বিশ্বকাপের গত আসরেও খেলা হয়নি বেনজেমার। ২০১৫ সালে সতীর্থের সেক্সটেপ কেলেঙ্কারিতে জড়িয়ে জাতীয় দল থেকে নির্বাসিত হন তিনি। সে কারণে ২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপে দলে ডাকই পাননি তিনি। তবে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে থাকায় গত ইউরো চ্যাম্পিয়নশিপে দলে ফেরানো হয় তাকে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪