ঢাকা শুক্রবার
২৯ মার্চ ২০২৪
২৪ মার্চ ২০২৪

ইতিহাসের পাতায় ক্রিকেটের আজকের দিনের যত ঘটনা


বিশেষ প্রতিনিধি
125

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ১২:১০:০০ পিএম
ইতিহাসের পাতায় ক্রিকেটের আজকের দিনের যত ঘটনা ফাইল-ফটো



আজ ৬ অক্টোবর ২০২২, রোজ বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন আন্তর্জাতিক ক্রিকেটে আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।

আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ

নারী ওয়ানডেঃ

বাংলাদেশ বনাম পাকিস্তান- পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

নারী টি-টোয়েন্টিঃ

বাংলাদেশ বনাম পাকিস্তান– পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

ছেলেদের ওয়ানডেঃ

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা- দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী।

টেস্টঃ

বাংলাদেশ বনাম দ.আফ্রিকা– ইনিংস এবং২৫৪ রানে হার।

জন্মগ্রহণঃ

১৮২৯- লেস ফাভেল – অস্ট্রেলিয়া।

১৮৬১- ডিগার রবার্টসন – অস্ট্রেলিয়া।

১৮৬৭- ভিক্টর বার্টন – ইংল্যান্ড।

১৮৮৭- জর্জ ব্রাউন – ইংল্যান্ড।

১৯০০- স্ট্যান নিকোলস – ইংল্যান্ড।

১৯৩০- রিচি বেনো – অস্ট্রেলিয়া।

১৯৪৬- টনি গ্রেগ – দক্ষিণ আফ্রিকা।

১৯৫৬- মারে বেনেট – অস্ট্রেলিয়া।

১৯৫৭- শাহজাদ আলতাফ – পাকিস্তান।

১৯৬৪- গোলাম নওশের – বাংলাদেশ।

১৯৬৫- ইয়ান অ্যালেন – ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৩- স্মিথা হরিকৃষ্ণা – ভারত।

১৯৭৫- রিওন কিং – ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৫- অ্যান্থনি ম্যাকগ্রাথ – ইংল্যান্ড।

১৯৭৬- সঞ্জয় রাউল – ভারত।

১৯৭৮- ক্রিস শোফিল্ড – ইংল্যান্ড।

১৯৮৪- মরনে মরকেল – দক্ষিণ আফ্রিকা।

মৃত্যুবরণঃ

১৯৬৪- ফ্রাঙ্ক মান – ইংল্যান্ড।

১৯৮০- ডেনিজস পল – ইংল্যান্ড।

১৯৯২- বিল ও’রিলি – অস্ট্রেলিয়া।

পাঁচ উইকেট পেয়েছেন যারাঃ

১৯৬৪- বাপু নাদকর্নী – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

১৯৭৯- জিওফ ডাইমক – প্রতিপক্ষ ভারত।

২০১৮- কেদার যাদভ – প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

২০১৯- মোহাম্মদ সামী – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়ানঃ

১৯৮৪- রবি শাস্ত্রী – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

১৯৯৬- গ্যারি কার্স্টেন – প্রতিপক্ষ পাকিস্তান।

১৯৯৭- আলী নাকভি – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

২০০৪- মোহাম্মদ ইউসুফ – প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

২০১০- স্তাফানি টেলর – প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রমীলা।

২০১৩- সুজি বেটস – প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ প্রমীলা।

২০১৭- দিমুথ করুনারত্নে – প্রতিপক্ষ পাকিস্তান।

২০১৭- ডিন এলগার – প্রতিপক্ষ বাংলাদেশ।

২০১৭- ক্যালাম ম্যাকলিওড – প্রতিপক্ষ পাপুয়ানিউগিনি।

২০১৭- এইডেন মারক্রাম – প্রতিপক্ষ বাংলাদেশ।

 

 

 

 


আরও পড়ুন: