ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
৩১ অক্টোবর ২০২৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে


ডেস্ক রিপোর্ট
288

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২ | ১০:১১:৩৩ এএম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে ফাইল-ফটো



ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড পশ্চিম জাভা শহর। অন্যদিকে ভূমিকম্পে নিহত ও আহতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। শক্তিশাল এ ভূমিকম্পে বহু মানুষ আহত ও নিহত হয়েছে। খবর আল জাজিরা।

ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল শহর পশ্চিম জাভা শহর। একই সঙ্গে শহরটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত। ফলে ৫.৬ মাত্রার ভূমিকম্পে শহরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবস্থা এতটাই ভয়াবহ যে আহতদের চিকিৎসা দেওয়ারও জায়গা নেই হাসপাতালে। সিয়ানজুর এলাকায় আহতদের বহন করা একটি গাড়ি সারা রাত হাসপাতালের সামনে অপেক্ষায় ছিল। ভূমিকম্পে বিদ্যুৎ পরিসেবা ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের টর্চলাইটের নিচে চিকিৎসা সেবা দিয়েছে মেডিকেল কর্মীরা।

৪৮ বছরের কুকু নামের একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সবকিছু চাপা পড়েছে। আমার সন্তানসহ আমিও চাপা পড়ি। কিন্তু ভাগ্যের জোরে আমরা বেঁচে গেছি।

তিনি কান্না করতে করতে আরও বলেন, চাপা পড়ার কারণে আমার দুটো সন্তানের অবস্থা খুবই খারাপ। আমি তাদের খুঁড়ে বের করে হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু আমার আরও এক সন্তান এখনও নিখোঁজ।


আরও পড়ুন: