বিকেলে মাঠে নামছে আর্জেন্টিনা, জিতলেই রেকর্ড
খেলা ডেস্ক
253
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২ | ১০:১১:০৭ এএম
লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে এবারের বিশ্বকাপের ফেভারিট আর্জেন্টিনা। পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনের মেসির ওপরই থাকবে ম্যাচের সব স্পটলাইট।
দুই দিন আগে কাতারে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু হলেও বিশ্বজুড়ে বিশ্বকাপের মাতাল হাওয়া লাগতে শুরু করবে আজ (২২ নভেম্বর) থেকে। কারণ, আজ মাঠে নামবে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা এবং বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।
বিশ্বকাপের শিরোপা জেতার মিশনে ‘সি’ গ্রুপের ম্যাচে এশিয়ার দেশ সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের ম্যাচে সৌদির বিপক্ষে আজ জিতলেই শ্রেষ্ঠত্বে ভাগ বসাবে আর্জেন্টিনা। সৌদির বিপক্ষে মাঠে নামার আগে এখন পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে মেসিদের।
আরব দেশটির বিপক্ষে আজ জিতলেই কিংবা ড্রয়ে শেষ করতে পারলেই সংখ্যাটা পৌঁছে যাবে ৩৭-এ। আন্তর্জাতিক ফুটবলের জন্য যা রেকর্ডই বটে। এখন পর্যন্ত টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে শীর্ষে রয়েছে ইতালি। আর্জেন্টিনা আজ জিতলেই ইতালির সঙ্গে সেই শ্রেষ্ঠত্বে ভাগ বসাবে।
আর্জেন্টিনার এই অপরাজিত থাকার রেকর্ড শুরু হয়েছিল ২০১৯ সালের কোপা আমেরিকার মঞ্চ থেকে। ৬ জুলাই, ২০১৯ সালে কোপার মঞ্চে চিলিকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে যে মিশনে নেমেছিল লিওনেল স্কালোনির দল। সেই ধারা এখনও চলছে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪