ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
১৬ অক্টোবর ২০২৪

সার্বিয়াকে হারাতে যে কৌশল অবলম্বন করবে নেইমাররা


ডেস্ক রিপোর্ট
287

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ | ১১:১১:৩৬ এএম
সার্বিয়াকে হারাতে যে কৌশল অবলম্বন করবে নেইমাররা ফাইল-ফটো



কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মাঠে নামা হলেও এখনও মাঠে নামা হয়নি ব্রাজিলের। অপেক্ষার অবসান ঘটিয়ে সার্বিয়ার বিপক্ষে বৃস্পতিবার (২৪ নভেম্বর) মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতারের লুসাইল স্টেডিয়ামে চাপমুক্ত থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় ব্রাজিল।

নেইমাররা আজ যে মাঠে খেলবে সেই মাঠেই আর্জেন্টিনাকে হারিয়ে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। শেষ দেখায় সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল। তবে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে ঘিরে সতর্ক অবস্থায় থেকেই মাঠে নামবে ব্রাজিল।

হট ফেভারিট ব্রাজিলকে রুখে দিতে রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামবে সার্বিয়া। অন্যদিকে, আক্রমণাত্মক ফুটবল খেলার লক্ষ্যে ব্রাজিলের একাদশে দেখা যেতে পারে নেইমার, রিচার্লিসন, রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রকে।

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ফরোয়ার্ডরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলে  জয় পেতে কষ্ট হবে না ব্রাজিলের।  নেইমার, ভিনিসিয়ুসরা রয়েছেন দারুণ ছন্দে। তাদের আটকাতে আলাদা পরিকল্পনা করতে হবে সার্বিয়াকে। তাছাড়া ব্রাজিলের মধ্যমাঠও এবার অন্য যেকোন বারের চেয়ে শক্তিশালী। ফলে, সার্বিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে গোল আদায় করাই হবে নেইমারদের মূল লক্ষ্য।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসা রাফিনিয়াও ইঙ্গিত দিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের। তিনি বলেন, ‘ডিএনএ’র কারণেই আমরা আক্রমণাত্মক দল। আক্রমণভাগে যত বেশি খেলোয়াড় থাকে, ততই ভালো।’

পরিসংখ্যান বলছে, ১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারেনি ব্রাজিল। অন্যদিকে, সার্বিয়া  বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে। তাছাড়া পুরোপুরি ফিট না হওয়ায় সার্বিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আলেকসান্দার মিত্রোভিচকে একাদশে নাও দেখা যেতে পারে। সবমিলিয়ে ব্রাজিলের বিপক্ষে সার্বিয়াকে কঠিন পরীক্ষাই দিতে হবে।


আরও পড়ুন: