ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

উচ্চমাধ্যমিকে যে নিয়মে ভর্তি হবে শিখার্থীরা


ডেস্ক রিপোর্ট
261

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ | ১২:১১:০৮ পিএম
উচ্চমাধ্যমিকে যে নিয়মে ভর্তি হবে শিখার্থীরা ফাইল-ফটো



একাদশ শ্রেণিতে এবারও আগের নিয়মেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যে পদ্ধতিতে উচ্চমাধ্যমিকে ভর্তি করা হয়ে থাকে, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তিতে আসন সংকট হওয়ার কারণ নেই। কারণ যতজন পাস করেছেন, তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি।

প্রতি বছর এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এ বছরও একই পদ্ধতিতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না।

প্রসঙ্গত, এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫.৩ শতাংশ।


আরও পড়ুন: