ঢাকা শুক্রবার
১৯ এপ্রিল ২০২৪
১৬ এপ্রিল ২০২৪

বিশ্বে করোনায় আরও ৮৪৮ মৃত্যু, শনাক্ত বেড়েছে


ডেস্ক রিপোর্ট
161

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ | ১০:১১:১৯ এএম
বিশ্বে করোনায় আরও ৮৪৮ মৃত্যু, শনাক্ত বেড়েছে ফাইল-ফটো



বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪৮ জনের এবং শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৯ হাজার ১৫৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৬ লাখ ৩৮ হাজার ৪৮৭ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ৭১৩ জনে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১৬৭ জনের এবং শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৫ হাজার ৪৯ জন এবং শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫ লাখ ৩২ হাজার ৭১১ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্তের তালিকায় শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪২২ জন এবং মৃত্য হয়েছে ১৫৩ জনের।

এ নিয়ে পূর্ব এশিয়ার দেশটিতে করোনার শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার ৭৭০ জনে এবং মৃতের সংখ্যা হলো ৪৯ হাজার ৪৩৪ জন।


আরও পড়ুন: