সব শঙ্কা শেষ করে নিউজিল্যান্ডের মাটিতে সাকিব
নিউজ ডেস্ক
344
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ০৫:১০:৪২ পিএম
আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। মাঠের লড়াইয়ের আগে শঙ্কা কাটিয়ে ক্যারিবীয় দ্বীপ থেকে নিউজিল্যান্ডে পা রেখেছেন সাকিব আল হাসান। তাইতো দল চনমনে। আজ বৃহস্পতিবার অফিসিয়াল বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এনিয়ে কথা বললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জানালেন, অধিনায়ক সাকিব ফেরায় টিম এখন পরিপূর্ণ।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেননি সাকিব। নিউজিল্যান্ডেও দলের সঙ্গে যুক্ত হলেন একেবারে শেষ মুহুর্তে। শেষ পর্যন্ত যে যুক্ত হতে পেরেছেন, এটাই বোধহয় এই মুহূর্তে স্বস্তির খবর বাংলাদেশ দলের জন্য। সাকিবকে ছাড়া গত কদিন নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন মিরাজ, 'আলহামদুল্লিলাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যে তিনদিন প্রস্তুতি নিয়েছি খুবই ভালো প্রস্তুতি হয়েছে। প্রস্তুতিটা আমরা নির্দিষ্ট করে করেছি, যার যতটুকু দরকার ঠিক ততটুকুই।'
নিউজিল্যান্ডে বাংলাদেশের জন্য খেলার বাইরে আরেকটা চ্যালেঞ্জ থাকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। কাজটা সহজ না হলেও সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'প্র্যাকটিস সেশন খুব একটা সহজ ছিল না। কারণ, এখানে একটু বেশিই ঠাণ্ডা। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে, এটা আমাদের দলের জন্য ভালো ও ইতিবাচক দিক।'
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা
০২ ডিসেম্বর ২০২৪

নতুন বছরে ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা
৩০ নভেম্বর ২০২৪

জানুয়ারিতে চালু হবে যমুনা রেল সেতু
২১ নভেম্বর ২০২৪

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে
১৮ নভেম্বর ২০২৪

শুল্ক প্রত্যাহারের পরেও স্থিতিশীল হচ্ছে না পেঁয়াজের বাজার
১৪ নভেম্বর ২০২৪

মাধ্যমিকে ভর্তি হবে লটারিতে, আবেদন করা যাবে ১২ই নভেম্বর থেকে
০৬ নভেম্বর ২০২৪