কেমন হবে আর্জেন্টিনার আজকের একাদশ?
ডেস্ক রিপোর্ট
267
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২ | ১২:১২:৩৮ পিএম
কোয়ার্টার ফাইনালের টিকেট পেতে আজ রাতেই মাঠে নামছে মেসি আর্জেন্টিনা। এই ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, সে নিয়ে চলছে নানা আলোচনা।
পোল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের সেরা ম্যাচটা খেলেছে আর্জেন্টিনা। উইনিং কম্বিনেশন সাধারণত ভাঙতে চান না কোনো কোচই। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও আজ একই একাদশ নিয়ে নামতে চাইলেও সেটা নাও হতে পারে। পোল্যান্ডের বিপক্ষেই পেশিতে সামান্য অস্বস্তি ছিল আনহেল ডি মারিয়ার। গতকাল শুক্রবার আলাদা অনুশীলন করেছেন এই উইঙ্গার। এমনিতে গুরুতর কিছু হয়নি। স্কালোনি অবশ্য কাল অনুশীলনের আগে বলেছিলেন, ডি মারিয়ার ফিটনেস দেখে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
তবে কাল অনুশীলন দেখে আর্জেন্টাইন মিডিয়া বলছে, শুরু থেকে ডি মারিয়াকে নামানোর ঝুঁকি নাও নিতে পারেন স্কালোনি। সেক্ষেত্রে ডানে খেলতে পারেন পাপ্পু গোমেজ বা আনহেল কোরেয়া। আবার লাউতারো মার্তিনেজকে ওপরে নিয়ে এসে হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসিকে দুই দিকেও খেলাতে পারেন।
এছাড়া বাকি পজিশনে আগের ম্যাচের একাদশটাই হয়তো খেলাবেন স্কালোনি। মধ্যমাঠে ভরসা রাখতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের ওপর-সেক্ষেত্রে পারেদেস, গুইদো রদ্রিগেজদের থাকতে হবে বাইরে।
সম্ভাব্য একাদশঃ এমি মার্তিনেজ, আকুনিয়া, রোমেরো, ওটামেন্ডি, মলিনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পল, মেসি, আলভারেজ, পাপ্পু গোমেজ/ আনহেল কোরেয়া
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
২৪ বছর পর নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল ভারত
০৪ নভেম্বর ২০২৪
নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশী নারীরা
৩১ অক্টোবর ২০২৪
এল ক্লাসিকোঃরিয়ালের জালে বার্সার এক হালি গোল
২৭ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করে বিস্বকাপের ট্রফি ঘরে তুললো নিউজিল্যান্ড
২১ অক্টোবর ২০২৪
আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪
বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা,মেসির হ্যাটট্রিক
১৬ অক্টোবর ২০২৪