ঢাকা বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪
২৯ অক্টোবর ২০২৪

হার দিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ মিশন শুরু


নিউজ ডেস্ক
262

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২ | ১১:১০:০৬ এএম
হার দিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ মিশন শুরু



লক্ষ্য যে খুব কঠিন তা নয়। কিন্তু ব্যাটিংয়ে লড়াইয়ের মানসিকতাই দেখাতে পারল না বাংলাদেশ। বিবর্ণ ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের হার।

এক পর্যায়ে রান ছিল ২ উইকেটে ৮৭। সেখান থেকে জয় খুব অসম্ভব কিছু ছিল না। কিন্তু পরপর দুই বলে লিটন দাস ও মোসাদ্দেক হোসেনকে হারানোর পর আর লড়াই-ই করতে পারল না বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে হারল রানে। পাকিস্তানের ১৬৭ রান তাড়ায় বাংলাদেশ থামল ১৪৬ রানে। এর ২০ রানই এসেছে ম্যাচের শেষ ওভারে।

শেষ দিকে ২১ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪২ রানের ইনিংসে ব্যবধান কিছুটা কমান ইয়াসির আলি চৌধুরি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৬৭/৫ (রিজওয়ান ৭৮*, বাবর ২২, শান ৩১, হায়দার ৬, ইফতিখার ১৩, আসিফ ৪, নাওয়াজ ৬*; তাসকিন ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-৪৮-০, হাসান ৪-০-৪২-১, নাসুম ৪-০-২২-১, মিরাজ ২-০-১২-১, মোসাদ্দেক ২-০-১৭-০)

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (মিরাজ ১০, সাব্বির ১৪, লিটন ৩৫, আফিফ ২৫, মোসাদ্দেক ০, সোহান ৮, ইয়াসির ৪২*, তাসকিন ২, নাসুম ০, হাসান ১*; দাহানি ৪-০-২৪-১, ওয়াসিম জুনিয়র ৪-০-২৪-৩, রউফ ৪-০-৩৮-১, নাওয়াজ ৪-০-২৫-২, শাদাব ৪-০-৩০-১)


আরও পড়ুন: