ঢাকা বৃহস্পতিবার
২৮ মার্চ ২০২৪
২৪ মার্চ ২০২৪

রোহিতের সাহসীকতায় জয়ের দ্বার প্রান্তে গিয়ে হার ভারতের


খেলা ডেস্ক
144

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২ | ১১:১২:১৭ এএম
রোহিতের সাহসীকতায় জয়ের দ্বার প্রান্তে গিয়ে হার ভারতের ফাইল-ফটো



২০১৮ সালের এশিয়া কাপে দলের প্রয়োজনে ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের বিপক্ষে এরকমই উদাহরণ দেখালেন রোহিত শর্মা। আঙুলের চোট নিয়ে হাতে ব্যান্ডেজ বেঁধে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন এ ব্যাটার।

বুধবার (৭ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। রোহিত শর্মার লড়াকু ইনিংসের কারণে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশকে, যদিও টাইগাররা জিতেছে ৫ রানে।

দিনের খেলার শুরুতেই স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পেয়ে হাসপাতালে ছুটেছিলেন রোহিত শর্মা। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি ভারতীয় অধিনায়ককে। ব্যাটিংয়েও নিজের নিয়মিত পজিশন ওপেনিংয়ে নামেননি তিনি।

তবে দলের প্রয়োজনে সবাইকে অবাক করে দিয়ে ভারতের ইনিংসের নবম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন রোহিত।

ব্যাটে নামার পর দেখা যায় ব্যান্ডেজ আছে রোহিতের হাতে। প্রথমদিকে ঠিকভাবে ব্যাটও করতে পারছিলেন না। তবে ধীরে ধীরে বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে দলকে নিয়ে গেছেন শেষ বল পর্যন্ত। মুস্তাফিজের শেষ বলে আর জেতাতে পারেননি দলকে। ২৭২ রানের লক্ষ্যতাড়ায় রোহিতদের থামতে হয় ২৬৬ রানে।

এর আগে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ তোলেন এনামুল হক বিজয়। ক্যাচ লুফে নিতে পারেননি স্লিপে ফ্লিডিং করা খেলোয়াড় রোহিত শর্মা। তবে এ ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান রোহিত। তখনই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। পরবর্তীতে আঙুলে স্ক্যান করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোহিতকে।


আরও পড়ুন: