ভারত- চীনের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট
380
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২ | ১০:১২:৫৩ এএম

ভারতের অরুণাচল সীমান্তে সংঘর্ষে জড়িয়েছেন ভারত ও চীনের সেনারা। শুক্রবার ( ৯ ডিসেম্বর ) দুই দেশের মধ্যে সীমান্ত বিভাজনকারী নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল-এলএসি) এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ভারতের দাবি, চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সেনা সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।
ভারতের সেনাবাহিনী আরো জানিয়েছে, সংঘর্ষের পর দুই দেশের সেনারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন। এর আগে কমান্ডার পর্যায়ে উভয়পক্ষের বৈঠক হয় বলেও জানায় তারা।
তবে এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য জানা যায়নি। একজন প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র সংঘর্ষের সময় ভারতীয় বা চীনা সৈন্যদের আহত হওয়ার বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন।
অন্যদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বা নয়াদিল্লিতে চীনা দূতাবাসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ থেকে গঠিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের একাধিক স্থানে মুখোমুখি অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী।
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে ২০২০ সালের জুন মাসে। এতে ভারতের ২০ সেনা সদস্য নিহত হন। এ ছাড়া চীনের ৪০ সেনা হতাহতের দাবিও করে ভারত।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে হিমালয় সীমান্ত বরাবর বিতর্কিত এলাকা স্বাভাবিক রাখতে সম্মত হয়েছিল উভয় পক্ষ। দীর্ঘ সময় ধরে, উভয় পক্ষের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা ডি ফ্যাক্টো সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার এড়াতে প্রোটোকল মেনে চলে আসছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪

লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
২১ নভেম্বর ২০২৪

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর ২০২৪

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন
১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
১৪ নভেম্বর ২০২৪